এনুমারেশন ফর্ম দিতে গিয়ে ভোটারদের খুঁজেই পেলেন না BLO-রা! নোটিস টাঙিয়ে বিএলও জানিয়ে দিলেন…। many voters not found in Champdani Assembly constituency 25 in 111th and 30 in 112th booth SIR in Bengal SIR in Hooghly


বিধান সরকার: ভোটার (Voters) খুঁজে পাওয়া যায়নি, নোটিস দিয়ে জানিয়ে দিলেন বিএলও (BLO)। বাংলায় চলছে এসআইআর (SIR in Bengal)। তার মধ্যেই হুগলিতে উঠে এল এই ছবি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Bengal Weather Update: তাপমাত্রা ৭ ডিগ্রি! শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা! উইকেন্ডে বাড়বে শীতের আমেজ! এবার কি সত্যিই হাড়কাঁপানো শীতে…

চাঁপদানি বিধানসভা

চাঁপদানি বিধানসভার ১১১ নম্বর বুথে ২৫ জন, ১১২ নম্বর বুথে ৩০ জন ভোটারকে চিহ্নিত করতে না পেরে পাবলিক নোটিশ সাঁটিয়ে দিলেন বিএলও। বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের এই দুটি বুথে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বেশ কিছু ভোটারকে খুঁজেই পেলেন না বিএলও-রা!

৩-এ ৩ = শূন্য

নিয়মমতো তিনবার ওই এলাকায় গিয়েও তাঁদের না পেয়ে বিভিন্ন জায়গায় নোটিস টাঙিয়ে দেন বিএলও-রা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনো ভোটারকে খুঁজে না পেলে সেই এলাকায় পাবলিক নোটিস দেওয়ার কথা বিএলওর। সেইমতো কাজ করেছেন তাঁরা। ওই বুথের বিএলওদের সঙ্গে থাকা বিএলএ-রাও খুঁজে বের করতে পারেননি হারিয়ে-যাওয়া ভোটারদের।

আরও পড়ুন: Horoscope Today: বৃশ্চিকের ঋণ, ধনুর বন্ধুত্ব, কুম্ভের স্ট্রেস! দেখে নিন, আজ কোন রাশির ভাগ্যে কী আছে…

বাদ যাক অবৈধ

স্থানীয় বাসিন্দাদের মত, যদি সঠিক ভোটার হন তাহলে এলাকায় থাকবেন, তিনি না থাকলে হয়তো তাঁর পরিবার আত্মীয় স্বজনরা থাকবেন। অন্ততত থাকার কথা। কিন্তু, এক্ষেত্রে কাউকে পাওয়া যায়নি। এসআইআর-এর মাধ্যমে প্রকৃত বৈধ ভোটারদেরই নাম থাকুক, অবৈধ ভোটার বাদ যাক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *