সাংসদের সঙ্গে দ্বন্দ্বের মাঝেই এবার বিধায়ককে পায়ে হাত দিয়ে প্রণাম ‘বিক্ষুব্ধ’ কাউন্সিলরের! যতকাণ্ড চুঁচুড়ায়… TMC Councillor bows down to Party MLA Asit Majumder in Chinsurah


বিধান সরকার: ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতে মানভঞ্জন। তৃণমূল কাউন্সিলর অসিত মজুমদারকে পা ছুঁয়ে প্রণাম করলেন দলের কাউন্সিলর  নির্মল চক্রবর্তী। কাউন্সিলরের মাথায় হাত রাখলেন বিধায়ক। যতকাণ্ড হুগলির চুঁচূড়ায়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  SIR In Bengal: ৩ সন্তানের বাবা SIR ফর্ম বাড়িতে আসতেই জানলেন, আরও ২ ‘সন্তান’ আছে… তাজ্জব কাণ্ড!

আজ, শুক্রবার থেকে  চুঁচুড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের বটতলায় শুরু হয়ে গেল ‘পাড়ায় সমাধান’। এই কর্মসূচিতে আশি হাজার টাকা খরচ করে এলাকায় নিকাশি ব্যবস্থার সংস্কার করা হবে। সময়সীমা তিন মাস। সেই অনুষ্ঠানেই বিধায়ক অসিত মজুমদারকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেলে কাউন্সিলর নির্মল চক্রবর্তীকে।

ঘটনাটি ঠিক কী? চুঁচুড়া পুরসভার অন্য়তম বড় ওয়ার্ড এই ৮ নম্বর ওয়ার্ডই। বুথের সংখ্যা ১২। দিন কয়েক আগে এলাকায় SIR-র কাজ দেরি হওয়ায় কাউন্সিলরকে রীতিমতো বকঝকা করেছিলেন বিধায়ক। এরপর রাগে পদত্যাগ  করেন কাউন্সিলর। শেষপর্যন্ত স্বাস্থ্য দফতরের পুর পারিষদ  জয়দেব অধিকারীর মধ্য়স্থতায়  পদত্যাগপত্র প্রত্য়াহার করে নেন তিনি। বিধায়ক জানিয়েছেন,  পাড়ায় সমাধান কর্মসূচিতে প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই টাকায় চূঁচুড়া পুরসভার ৩০ ওয়ার্ডে নিকাশী সংস্কার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ হবে।

এর আগে, চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুলে মাঠ ক্লাস রুম তৈরি করা নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছিল। সেই দ্বন্দ্ব কিন্তু এখনও মেটেনি।  বিধায়কের অবশ্য দাবি, ‘রচনার সঙ্গে আমার কোনও দ্বন্দ্ব নেই। রচনা দলের সাংসদ, আমি বিধায়ক’।

আরও পড়ুন:  Humayun Kabir: হুমায়ুনের ‘মসজিদ’-এ হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট, শান্তিরক্ষায় দায়িত্ব রাজ্যেরই

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *