ভবানন্দ সিংহ: ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা–২ গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় শনিবার ভয়াবহ পরিণতি। দীর্ঘদিনের জমি-বিবাদ। দুই পক্ষের সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ১২ বছরের নাবালিকা কৌশিরা বেগমের। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। শনিবার সেই বিবাদ চরমে ওঠে। গোলমালের মধ্যেই আচমকা গুলি চলে এবং তাতেই গুরুতর জখম হয় কৌশিরা। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:Messi in Kolkata: কলঙ্কিত গর্বের যুবভারতী! আদালতে পেশ শতদ্রুকে, সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য…
নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল ও ইসলামপুর মহকুমা হাসপাতালে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। জমি-বিবাদ ঘিরে কীভাবে গুলি চলল, কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোক ও চাঞ্চল্যের ছায়া।
প্রসঙ্গত, চলতি বছরে বোমার আঘাতে মৃত্যু হয় ১০ বছরের নাবালিকা। তৃণমূলের বিজয় মিছিলে ঘটনাটি ঘটে। জানা যায়, তৃণমূলের জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই নদিয়ার কালীগঞ্জে ঘটে ঘটনাটি। গণনা চলাকালীন কালিগঞ্জ-এর বিভিন্ন এলাকায় তৃণমূল বিজয় মিছিল শুরু করে দেয়। পলাশির মোলান্দি গ্রামের এমন এক বিজয় মিছিল থেকে ছোড়া শকেট বোমায় প্রাণ হারায় দশ বছরের তামান্না খাতুন। চতুর্থ শ্রেণির ছাত্রী। সিপিআইএম সমর্থক পরিবারের মেয়ে।
তামান্না খাতুন ওই ছাত্রী একা বাড়ি ফিরছিল। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকেই বোমা ছোড়া হচ্ছিল। তাতেই ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন খোদ তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স মাধ্যমে তিনি লেখেন, ‘আমি এই ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আইনি পথে পদক্ষেপ করুক পুলিস।’
আরও পড়ুন:Naihati Shocker: মহিলার দেহে পচনের দাগ! খাটে জাপটে ধরে শুয়ে রয়েছেন বাবা ও ছেলে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
