গ্লেনারি’জ পানশালা বন্ধ? বড়দিনের আগে গ্লেনারি’জ নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের! আদালত বলল…। High Court on Glenarys calcutta high court order on Glenarys Bakery Resturant and Pub


অর্ণবাংশু নিয়োগী: গ্লেনারিজ নিয়ে মুহ্যমান হয়ে পড়েছিলেন একই সঙ্গে দার্জিলিংপ্রেমী এবং গ্লেনারিজপ্রেমী মানুষজন। তবে, মন খারাপ করার কিছু নেই, কেননা বড়দিনের (Christmas) আগেই দার্জিলিং (Darjeeling) সফরে যাওয়া পর্যটকদের জন্য সুখবর। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজ (Glenary’s— Bakery, Resturant & Pub) রেস্তোরাঁর পানশালা খোলা রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Transit of Ketu 2026: নিউ ইয়ার-লগ্নে ছায়াগ্রহ কেতুই ঘোরাবে খেলা! কেতুর অচিন্ত্যনীয় শুভ প্রভাবে মিব়্যাকল ঘটবে এই রাশিদের জীবনে…

মনখারাপ নয়

গ্লেনারিজ নিয়ে মুহ্যমান হয়ে পড়েছিলেন একই সঙ্গে দার্জিলিংপ্রেমী এবং গ্লেনারিজপ্রেমী মানুষজন। তবে, মন খারাপ করার কিছু নেই, কেননা বড়দিনের আগেই দার্জিলিং সফরে যাওয়া পর্যটকদের জন্য সুখবর। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা খোলা রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। 

আরও পড়ুন: Mobile Ban: ঠিক পড়ছেন তো? প্রজাতন্ত্র দিবস থেকেই মেয়েরা আর ক্যামেরাফোন ব্যবহার করতে পারবে না? সিদ্ধান্তে তোলপাড়…

গ্লেনারিজ পানশালা বন্ধ?

দার্জিলিংয়ের গ্লেনারিজ পানশালা বন্ধের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি অমৃতা সিনহা। একাধিক অনিয়মের অভিযোগে সম্প্রতি পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের দ্বারস্থ হয় পানশালা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Guru Margi 2026: নতুন বছরে অঢেল কৃপা মিলবে গুরু বৃহস্পতির! ৩ রাশির জীবনে শুধু টাকা আর টাকা, সঙ্গে শ্রী ও সম্পদ…

পানশালা খোলার নির্দেশ

এরই জেরে অনিয়মগুলি শোধরানো সম্ভব কি না, সেবিষয়টি খতিয়ে দেখে দেখে আবগারি দফতরকে সিদ্ধান্ত নিতে বলে সিঙ্গেল বেঞ্চ। সেই মতো ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আজ, বুধবার রাজ্যের আবেদন খারিজ করে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অন্য দিকে, আজই সিঙ্গেল বেঞ্চেও মামলার শুনানি হয়। সেই মামলায় পানশালা খোলার নির্দেশ দেয় আদালত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *