Bollywood on Bangladesh Violence: ‘হিন্দুরা প্লিজ চুপ থাকবেন না, এবার গর্জে উঠুন’, বাংলাদেশে দীপু হত্যার আঁচ বলিউডে! সরব জাহ্নবী থেকে কাজল…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ক্রমাগত বাড়ছে অশান্তি (Bangladesh Violence)। হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার (Dipu Chandra Das lynching) পরেই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ব্লাসফেমি বা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে তাঁকে গণপিটুনি করে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় এবার সরব হলেন জাহ্নবী কাপুর, কাজল আগরওয়াল এবং জয়া প্রদার মতো ব্যক্তিত্বরা। এই ঘটনাকে ‘বর্বরোচিত’ এবং ‘অমানবিক’ বলে আখ্যা দিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েছেন ভারতীয় তারকারা।

Add Zee News as a Preferred Source

পেশায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করার পর তাঁর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেয় এক উন্মত্ত জনতা। পরবর্তীতে তদন্তে জানা যায়, তাঁর বিরুদ্ধে ওঠা ব্লাসফেমির অভিযোগটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অমৃত মণ্ডল (ওরফে সম্রাট) নামে ২৯ বছর বয়সী আরও এক হিন্দু যুবককে পিটিয়ে খুনের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন- Who Is Nazneen Munni: “নাজনীন মুন্নিকে না সরালে পুড়িয়ে দেওয়া হবে অফিস!” কে এই বাংলাদেশি সাংবাদিক?

জাহ্নবী কাপুর 
নিজের ইনস্টাগ্রামে এক কড়া বার্তায় জাহ্নবী লেখেন, “এই নৃশংস গণপিটুনির কথা জানুন, ভিডিও দেখুন এবং প্রশ্ন তুলুন। যদি এই সব দেখার পরও আপনার মনে রাগ তৈরি না হয়, তবে এই ভণ্ডামিই আমাদের ধ্বংস করে দেবে। আমরা বিশ্বের অন্য প্রান্তের ঘটনা নিয়ে কান্নাকাটি করি, অথচ চোখের সামনে আমাদের ভাই-বোনদের পুড়িয়ে মারা হচ্ছে।”

কাজল আগরওয়াল 
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ‘All eyes on Bangladesh Hindus’ পোস্টার শেয়ার করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। পোস্টারটিতে দীপু দাসের করুণ অবস্থার দিকে ইঙ্গিত করে লেখা ছিল, “হিন্দুরা জেগে ওঠো, নীরবতা তোমাদের রক্ষা করবে না।”

জয়া প্রদা
অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ জয়া প্রদা একটি আবেগঘন ভিডিও বার্তায় বলেন, “আজ আমার হৃদয় রক্তাক্ত। একজন নিরীহ হিন্দু মানুষকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হলো— এটাই কি নতুন বাংলাদেশ? ধর্মনিরপেক্ষতার নামে আমরা আর কতদিন চুপ থাকব? এটি হিন্দু ধর্মের ওপর আঘাত।”

আরও পড়ুন- Parno Mitra in TMC: বিজেপিতে মোহভঙ্গ, একুশের ভোটে বরাহনগরের পদ্মপ্রার্থী পার্ণো এবার তৃণমূলে…

মনোজ যোশী
 প্রবীণ অভিনেতা মনোজ যোশী সরাসরি বৈষম্যের অভিযোগ তুলে বলেন, “গাজা বা প্যালেস্তাইনে কিছু হলে সবাই এগিয়ে আসে, কিন্তু বাংলাদেশে যখন হিন্দুরা মারা যায়, তখন কারো কোনো প্রতিক্রিয়া থাকে না। সময় এর উত্তর দেবে।”

টনি কক্কর
গায়ক টনি কক্কর তাঁর নতুন গান ‘চার লোগ’-এ দীপু চন্দ্র দাসের কথা উল্লেখ করেছেন। তাঁর গানে তিনি প্রশ্ন তুলেছেন, “ধর্মের নামে এভাবে কি কাউকে মারা ঠিক? ঈশ্বর আজ এই পৃথিবী দেখে কাঁদছেন।”

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *