থরথরিয়ে কাঁপছে বাংলা, নিজের রেকর্ড নিজেই ভাঙল ঠান্ডা, শৈত্য প্রবাহের কবলে পড়তে পারে ৬ জেলা| Temperature may dip further from January 5 in Bengal


অয়ন ঘোষাল: নিজের রেকর্ড নিজেই ভাঙল ২০২৫ সালের শীত। মঙ্গলবার রাতে কলকাতার পারদ নামল ১১ ডিগ্রিতে। এই মরশুম তো বটেই, এই বছরের শীতলতম দিন হয়ে রইল বছরের শেষ দিনটি। সান্দকফু মাইনাস ৫ ডিগ্রি। দার্জিলিং পার্বত্য ৩ ডিগ্রি। আলিপুরদুয়ার ৮ ডিগ্রি। পুরুলিয়া ৮.১ ডিগ্রি। বাঁকুড়া ৭.৯ ডিগ্রি। থরথর করে কাঁপছে গোটা বাংলা। 

Add Zee News as a Preferred Source

উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করল পশ্চিমী ঝঞ্ঝা। হিন্দুকুশ পর্বতমালা থেকে আগত হিম শীতল হাওয়ার স্রোত অর্থাৎ জেড স্ট্রিম কিছুটা বাধাপ্রাপ্ত হবে আগামী কয়েকটা দিন। অন্ততঃ শনিবার রাত পর্যন্ত সামান্য হলেও পারদ উত্থানের পূর্বাভাস মৌসম ভবনের। 

রবিবার রাত থেকে নিম্নমুখী হবে পারদ। সোমবার ৫ জানুয়ারি থেকে পরবর্তী সোমবার ১২ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সর্বত্র নতুন করে তৈরি হতে পারে শৈত্য বলয়। যার পোশাকি নাম পাহাড়ি। এর প্রভাবে রাজ্যের উত্তর এবং পশ্চিমের অন্ততঃ ৬ জেলা পড়তে পারে শৈত্য প্রবাহের কবলে।

আরও পড়ুন-মোদীর ‘বঙ্কিমদা’-র পর এবার শাহ! রবীন্দ্রনাথ ঠাকুর হলেন সান্যাল

আরও পড়ুন-প্রাণ কাড়ল SIR-ই! শুনানির নোটিশ পেয়ে আত্মঘাতী অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী…

দিনের তাপমাত্রাও লক্ষ্যনীয় ভাবে কম থাকায় আরো জমাট বেঁধেছে শীতের কামড়। কলকাতার সোমবার এবং মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে সাড়ে ৭ ডিগ্রি এবং ৬ ডিগ্রি নিচে ছিল। আজ অবশ্য সেই সম্ভবনা কম। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ঘরে অর্থাৎ ১৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। 

পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে আজ সন্ধ্যার পর থেকে রাজ্যের কিছু জেলায় অতি ঘন কুয়াশার দাপট। এর মধ্যে রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। 

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতল এবং পূবালী হাওয়ার সংঘাতে আলিপুরদুয়ার জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *