পশ্চিমী ঝঞ্ঝায় পারদ চড়ল বাংলায়! চার জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, আগামী সপ্তাহে…| Temperature rises due to western disturbanc Rain likely in four districts next week weather will be again cold


অয়ন ঘোষাল: দার্জিলিং-এর পার্বত্য উঁচু এলাকায় আজ রাতে তুষারপাতের সম্ভাবনা। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা।

Add Zee News as a Preferred Source

উত্তরে বৃষ্টি:
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। 

আরও পড়ুন:Breaking News LIVE Update: বছর শুরুতেই জোর টক্কর! বারুইপুরে অভিষেক বনাম চাঁচলে শুভেন্দু…

বাধা পশ্চিমী ঝঞ্ঝা:
পশ্চিমী ঝঞ্ঝায় বাধা শীতল হাওয়ায়। ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। আজ শুক্র ও কাল শনিবার বাড়বে তাপমাত্রা। রবিবার রাত থেকে সামান্য করে পারদ পতন হতে পারে। উল্লেখযোগ্য পারদ পতন হবে মঙ্গলবার থেকে পরবর্তী সোমবার অর্থাৎ ১২ জানুয়ারি পর্যন্ত। 

তাপমাত্রার তারতম্য:
উত্তরবঙ্গে আগামী তিনদিন একই রকম থাকবে তাপমাত্রা তারপর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে উইকেন্ডের মধ্যে কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। 

পারদ পতন কবে:
আগামী সপ্তাহের মাঝামাঝি ফের উল্লেখযোগ্য পারা পতনের আশঙ্কা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বুধ, বৃহস্পতিবার নাগাদ।

ঘূর্ণাবর্ত:
ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন:New Year 2026: মাংস নিয়ে ‘মারামারি’! মাথা ফাটল অ্যাম্বুল্যান্স চালকের, রক্ত ঝরল পিকনিকেও…

ঘন কুয়াশার দাপট:
উত্তরবঙ্গেও আজ থেকে ঘন কুয়াশার দাপট। আজ শুক্রবার ঘন কুয়াশা দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। কাল শনিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। পরশু রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

কলকাতা:
টানা দুদিন ১১ ডিগ্রির ঘরে থাকার পর কাল রাতে কলকাতার তাপমাত্রা উঠল ১৩ এর ঘরে। কলকাতায় কাল রাতের তাপমাত্রা ১৩.১ ডিগ্রি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *