‘দেশের সবথেকে বড় কনটেন্ট ক্রিয়েটর প্রধানমন্ত্রী’, মোদীকে বেনজির কোপ অভিষেকের.. Abhishek Banerjee attacks PM Narendra Modi in Ami Banglar Digital Joddha conclave


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ‘দেশের সবথেকে বড় কনটেন্ট ক্রিয়েটর প্রধানমন্ত্রী’। তৃণমূলের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’র কনক্লেভে মোদীকে বেনজির আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন,  ‘আজ ঘুড়ি ওড়াচ্ছে, কাল মন্দিরে যাচ্ছে, গাড়ি করে ঘুরছে। উনি সবচেয়ে বড় কনটেন্ট ক্রিয়েটর’।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  West Bengal Assembly Election 2026: ‘যত চমকাবে, তত চকচক করব! তৃণমূল ২৫০ আসনে জিতলেই আমি জিম সেলফি পোস্ট করব…’

বদলেছে দিন। শুধু মাঠে-ময়দানে নয়, রাজনীতির লড়াই এখন মোবাইল স্ক্রিন। ডিজিটাল দুনিয়ায়  কীভাবে প্রচার করতে হবে, দলের কর্মীদের বুঝিয়ে দিলেন অভিষেক। কর্মসূচির পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। এদিন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’র কনক্লেভে অভিষেক বলেন, ‘সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে আমাদের বড় অস্ত্র।  বাংলার বুথ থেকে ডিজিটাল সৈনিক নিয়ে এসে,যারা বাংলাকে কলুষিত করতে টাকা পয়সা ছড়িয়েছে। সেই প্রয়াস রুখতে চেয়েছিলাম। মমতা বন্দোপাধ্যায় আমাকে ফোন করে বলেছেন সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভালো কাজ করেছে’। 

অভিষেকের স্পষ্ট বার্তা, ‘হাতে আর কয়েকদিন আছে। তাই এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমাদের ফাঁক দেখলেই ওরা মানুষকে ভুল বোঝাবে’। তাঁর কথায়, ‘বিজেপির মত টাকা পয়সা,ইডি, সিবিআই, ইসিআই, কেন্দ্রীয় বাহিনী নেই। কিন্তু আমাদের হাজার হাজার ডিজিটাল যোদ্ধা আছে। যারা বুকের রক্ত তুলে প্রচার করে চলেছেন’।

অভিষেকের আরও বক্তব্য.  ‘আগে তো এমন ছিল না। সংবাদমাধ্যম নিরপেক্ষ ছিল। এখন সংবাদমাধ্যম মিছিলে হাঁটছে আর স্লোগান দিচ্ছে। যেটা বিজেপি দেখাতে চাইবে, সেটাই দেখাচ্ছে’। তাঁর সাফ কথা, ‘আমাদের সরকারের যুগান্তকারী কাজ সংবাদমাধ্যম দেখাবে না। কিন্তু পান থেকে চুন খসলে, আকাশে মেঘ হলে, হঠাৎ বৃষ্টি, গরম, ঠান্ডা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাই এমন সময় এই সম্মেলন যেখানে সমাজমাধ্যমের ভূমিকা আলোচিত। আমাদের দায়িত্ব আমাদের কাজ মানুষের কাছে নিয়ে যাওয়া’।

তৃণমূলের ‘ডিজিটাল যোদ্ধা’দের অভিষেকের নির্দেশ,  ‘ব্যক্তির থেকে বড় দল। ছোট, সেজো, মেজো নেতার নামে জয়ধ্বনি না দিয়ে আপনারা দলের নামে প্রচার করুন। প্রতি ওয়ার্ড, প্রতি অঞ্চলে উন্নয়ন মূলক কাজের পোস্ট করুন। কিছু নেতা সস্তায় লাইক বা শেয়ার পেতে কিছু পোস্ট করে। এমন কাজ করবেন না। তৃণমূল কোথায় ব্যর্থ, সব বিধানসভায় শুনেছি বিজেপি চার্জশিট প্রকাশ করবে। আপনারা পালটা বলুন, কেন্দ্রের কাছে কত টাকা আটকে আছে। বিজেপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার মানুষের সমস্যা এসেছে। ওদের চার পাঁচ জন সাংসদ থাকলে SIR হত না। ১২ জন বলে SIR করছে’।

অভিষেক বলেন, ‘আগে যুদ্ধ হত হাতি, ঘোড়া এই সব দিয়ে। এখন নেভি, আর্মি, এয়ার ফোর্স দিয়ে হয়। তৃণমূলের নীচু তলায় যাঁরা কাজ করেন, তাঁরা আর্মি। যাঁরা সোশ্যাল মিডিয়ায় লড়ছেন, তাঁরা হলেন এয়ারফোর্স। আর আমরা যারা সংসদে, বিধানসভায়, আদালতে লড়ছি আমরা নেভি। আমাদের সবাইকে তাই একসাথে কাজ করতে হবে। যাঁরা ভালো কাজ করছেন, দলের নজর আছে। তাঁরা স্বীকৃতি পাবেন। বিজেপির অভিসন্ধি, মিথ্যার বেড়াজাল আমাদের ভাঙতে হবে’।

আরও পড়ুন:  Mamata Banerjee Writes CEC: স্বেচ্ছাচারিতা করে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে কমিশন! ‘জনস্বার্থে’ ফের জ্ঞানেশ কুমারকে বিস্ফোরক চিঠি মমতার..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *