Arijit Singh Announces Retirement: ভালোবাসার মরসুমে সুরহীন বাংলা! আচমকাই অবসর ঘোষণা অরিজিত্‍ সিংয়ের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সংগীত জগতের অবিসংবাদিত সম্রাট অরিজিৎ সিং-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট স্তব্ধ করে দিল কোটি কোটি ভক্তকে। নতুন বছরের শুরুতেই অরিজিৎ জানিয়ে দিলেন, প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না। অর্থাৎ, সিনেমার পর্দায় তাঁর সেই চিরচেনা জাদুকরী কণ্ঠ হয়তো আর নতুন করে শোনা যাবে না।

Add Zee News as a Preferred Source

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, “সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। শ্রোতা হিসেবে আপনারা আমাকে গত কয়েক বছরে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো নতুন অ্যাসাইনমেন্ট নেব না। আমি এখানেই ইতি টানছি। সফরটা সত্যিই দুর্দান্ত ছিল।”

অরিজিতের এই ঘোষণায় হতবাক গোটা ইন্ডাস্ট্রি। গত এক দশক ধরে বলিউড হোক বা টলিউড—সব জায়গাতেই হিট গানের সমার্থক হয়ে উঠেছিলেন তিনি। নিজের অগণিত জনপ্রিয় গান দিয়ে তিনি কয়েক প্রজন্মের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে কি অরিজিৎ এবার সিনেমার গানের বদলে কেবল ‘ইন্ডিপেন্ডেন্ট মিউজিক’ বা লাইভ কনসার্টে মনোযোগ দেবেন? নাকি ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত—তা নিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টে ভক্তরা কান্নায় ভেঙে পড়েছেন, অনেকেই অনুরোধ করেছেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য।

 

সবিস্তারে আসছে…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *