Child Marriage : নিজের বিয়ে আটকানো ৩ নাবালিকাকে জেলাশাসক কার্যালয়ে আমন্ত্রণ, দেওয়া হল ডিকশনারি-বই – paschim medinipur district magistrate invited three minor girls who stopped their own marriage good news


West Bengal News : নিজের বিয়ে শুধু নিজে আটকানো নয়, সমাজের কাছে সচেতনার বার্তা দিয়েছেন কন্যাশ্রী মেয়েরা। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলায় নিজেদের বিয়ে আটকে ছিল তিন ছাত্রী। সেই তিন ছাত্রীকে বুধবার আমন্ত্রণ জানানো হয়েছিল জেলা শাসকের কার্যালয়ে। জেলা শাসক খুরশীদ আলি কাদরি তাঁদের সঙ্গে কথা বলা ছাড়াও একটি করে ডিকশনারি, পড়ার কিছু সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে তাঁদের সঙ্গে বসে টিফিন করেন এক অতিরিক্ত জেলা শাসক।

Mamata Banerjee : ‘বিয়ে করবে কি করবে না নিজে ঠিক করবে, আগে নিজের পায়ে দাঁড়াক’, কন্যাশ্রীদের নিয়ে বার্তা মমতার
জেলা শাসক খুরশিদ আলি কাদরি এই বিষয়ে বলেন, “ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের স্বপ্ন ছিল নাবালিকা বিয়ে রোধের। সেই জেলায় নাবালিকা বিয়ে আটকাতে প্রশাসন চেষ্টা করছে। তবে সচেতন হতে হবে সাধারণ মানুষকেও। স্কুলের নাবালিকা পড়ুয়ারা তাদের বিয়ে আটকাতে এগিয়ে আসছে। নাবালিকা বিয়ের একটা সমস্যা রয়েছে জেলায়। প্রতিবাদ জানিয়ে আজ তিন কন্যা জেলার হিরো। এরা চায় পড়াশুনা করে পুলিশ হতে।”

তিনি আরও বলেন, “জেলায় একবছরে নাবালিকা প্রসূতির সংখ্যা ২০ শতাংশ। এই সংখ্যা একবারেই শূন্য করতে হবে। এজন্য সচেতনতা বাড়াতে হবে। জেলায় চলতি বছরের প্রথম তিন মাসে পকসো কেসের সংখ্যা ৯৫। এই সব সমস্যা আটকাতে স্কুলে স্কুলে ক্যাম্প করা হবে। কাউন্সেলিং করা হবে। মেয়েদের অধিকার দিতে না পারলে আগামী প্রজন্ম সমস্যায় পড়বে।”

Cyber Crime : সাইবার প্রতারণার ফাঁদে না পড়ার কৌশল কী? পড়ুয়াদের শেখাল হাবরা থানা
এদিন ঘাটাল মহকুমা, চন্দ্রকোণা এবং মেদিনীপুর সদর ব্লকের মোট তিনটি স্কুল থেকে এসেছিলেন এই তিন ছাত্রী। চলতি মাসেই চন্দ্রকোনা BDO-র দ্বারস্থ হয়ে নিজের বিয়ে আটকে ছিল এক নাবালিকা। সে চায় IPS হতে। অন্যদিকে চন্দ্রকোণার দশম শ্রেণীর এক ছাত্রী নিজের বিয়ে আটকেছিল স্কুলে শিক্ষকদের সহয়তায়।

মেদিনীপুর সদর ব্লকের মৌপাল এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রীর বিয়ে আটকায় স্কুলের শিক্ষকদের সহযোগিতায়। তারাও চায় পুলিশ হতে। তিনজনেই এদিন বলে, “আমরা এখন বিয়ে করতে চাই না। পড়াশুনা করে নিজেদের পায়ে দাঁড়াতে চাই। আমরা কন্যাশ্রী পাই, পড়াশুনাতে সহযোগিতা পাই। তাই চাই পড়াশুনা করে নিজেদের প্রতিষ্ঠিত করতে। এমন কি বিয়ের নির্দিষ্ট বয়স ছাড়া বিয়ে করা উচিত নয় তা সকলের জানা উচিত। যাদের পরিবার অল্প বয়সেই নিজেদের মেয়ের বিয়ে দিতে চাইছেন তাদের এই বিষয়ে বোঝানো উচিৎ।”

Child Marriage : বিডিওকে চিঠি লিখে বিয়ে রুখল নাবালিকা
এদিন জেলাশাসক কার্যালয়ে উপস্থিত প্রত্যেকেই এই তিনজন নাবালিকার প্রশংসা করেন। এদের দেখে যে জেলার আরও অনেক নাবালিকা নিজেদের ভবিষ্যৎ সুদৃঢ় করতে এগিয়ে আসবে, একথাই মনে করেন সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *