Mamata Banerjee : ‘৭ দিনে ট্রেনিং দিয়ে থানায় পাঠিয়ে দাও…’, ৩ মাসে পুলিশে নিয়োগ সম্পূর্ণ করার নির্দেশ মমতার – chief minister mamata banerjee orders to complete all police appointments within 3 months


West Bengal Police : আমি নির্দেশ দিচ্ছি, আগামী ছয় মাসের মধ্যে রাজ্য পুলিশে সব নিয়োগ করে ফেলতে হবে। ট্রেনিং হিসাবে আগে যেটা ছয় মাসে দিতে, সেটা সাত দিন ট্রেনিং দিয়ে এক একটা পুলিশ স্টেশনে পাঠাও। থানায় ফোর্স বাড়াও। ওখান থেকে ফিল্ড ট্রেনিং দেবে। তখন সেখান থেকে বাকি ট্রেনিংগুলো সপ্তাহে সাত দিন করে কাজে লাগাও, ২১ দিন তুমি ফিল্ডে কাজে লাগাও।”

Recruitment Scam: বন সহায়ক পদে নিয়োগে অনিয়ম! মুখ খুললেন রাজ্যের তৎকালীন মন্ত্রী
রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যখন তুলকালাম, তখনই রাজ্য পুলিশের নিয়োগ নিয়েও চাকরিপ্রার্থীদের আন্দোলন শুরু হয়েছে বিগত কয়েক মাসে। রিজার্ভেশন পলিসির নাম করে নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হচ্ছে বলে দাবি করে আন্দোলনকারীরা। নিয়োগ সংস্থা চাকরিপ্রার্থীদের আদালতের নির্দেশের কথা বলে নিয়োগ অনেক সময় বন্ধ করে রাখছে, এই অভিযোগ তুলে সরব হয়েছেন চাকরিপ্রার্থীরা।

Mamata Banerjee: ইঞ্জিনিয়ারিংয়ের মতো এবার ডাক্তারিতেও ডিপ্লোমা, প্রস্তাব মুখ্যমন্ত্রীর
স্বভাবতই, রাজ্য পুলিশে নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদের আরেকটি অংশ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে শুরু করেছে। সেই খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কানে। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ আমরা আগে ছয় মাসের জন্য ট্রেনিং দিতাম। আমাদের এখানে হাজার হাজার নিয়োগের সুযোগ পরে রয়েছে। কিন্তু একটা ক্যাজুয়েলনেস চলে এসেছে।” এরপরেই, মুখ্যমন্ত্রীর যুক্তি, যাঁরা নিয়োগ করছে, তাঁদের কিছু যায় আসে না, কিন্তু যাঁরা চাকরিপ্রার্থী, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে, তাঁদের নিয়োগে দেরি হলে যে অনেক অসুবিধা হয় সেই কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee : শাহ মণিপুরে যাচ্ছেন না কেন: মমতা
পুলিশে দীর্ঘদিন নিয়োগ আটকে থাকায়, আন্দোলনকারীদের বক্তব্য অনেক ক্ষেত্রেই নিউ রিক্রুটমেন্ট পলিসি তৈরি করে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের একাধিক ক্ষেত্রেও নতুন রিক্রুটমেন্ট পলিসি তৈরি করে নিয়োগ চালু করা হোক। সেখানেই পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা হওয়ার জন্য বিষয়টি সরলীকরন করার ব্যাপারে মতামত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

The Kerala Story Banned: বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। রাজ্যের ছাড়পত্র থাকলেও অনেক ক্ষেত্রে নিয়োগ কেন আটকে থাকছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর পুলিশ দিবসের দিনেও রাজ্য পুলিশে নিয়োগ নিয়ে একাধিক সিধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। এরপরেও রাজ্যে পুলিশ কর্মী নিয়োগের বিষয়টি আটকে থাকায় এদিন উষ্মা প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এখন রাজ্যে পুলিশ নিয়োগের প্রক্রিয়াটি ত্বরান্বিত হয় কিনা সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *