Jhargram News : ঝাড়গ্রামের জঙ্গলে নরকঙ্কাল উদ্ধার – skeleton recovered in jhargram forest


এই সময়, ঝাড়গ্রাম: বৃহস্পতিবার সকালে নয়াগ্রামের বাঁশিয়াভোল জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া নরকঙ্কালটি লক্ষ্মণ মুর্মুর হতে পারে। বছর পঁচিশের লক্ষ্মণ প্রায় দু’বছর আগে বাঁশিয়াভোল জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে গিয়ে আর ফেরেননি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোরে নয়াগ্রামের বাঁশিয়াভোলের জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জঙ্গলের ভেতরে দুর্গন্ধ পান।

Bankura News : গলায় ঢুকে গিয়েছে বর্শার ফলা, যুবকের সফল অস্ত্রোপচার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে
তারপর বিষয়টি নয়াগ্রাম থানায় জানায় তাঁরা। পুলিশ গিয়ে জঙ্গলের ভেতরে দেখেন, একটি নরকঙ্কাল পড়ে রয়েছে। সেখান থেকেই দুগর্ন্ধ ছড়াচ্ছিল। দু’বছর আগে নয়াগ্রাম থানায় মিসিং ডায়রি হওয়া লক্ষ্মণ মুর্মুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। ওই সময়ে তাঁর পরিবারের লোকজন এবং পুলিশ কোনও খোঁজ পায়নি। এ দিন ওই যুবকের পরিজনেরা নরকঙ্কালটি দেখে লক্ষ্মণের দেহ বলে প্রাথমিক ভাবে দাবি করেছেন।

Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যু যুবকের, ঘটনার তদন্তভার নিল CID
নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল বলেন, ‘নরকঙ্কালটি উদ্ধারের পরে লক্ষ্মণ মুর্মুর পরিবার তাঁর দেহ বলে প্রাথমিক ভাবে দাবি করেছেন। এদিন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নরকঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *