Recruitment Scam : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিলমোহর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে CBI-ই – west bengal municipal recruitment scam justice amrita sinha carry justice abhijit ganguly order of cbi probe


পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের CBI তদন্তের নির্দেশ বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মতো এবার পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে পারবে CBI। এখন দেখার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়ার এই রায়কে চ্যালেঞ্জ করে কি ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য?

হুগলির প্রোমোটার অয়ন শীলের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছিল। ED-র দাবি ছিল, শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় একাধিক পদে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। এই মর্মে তদন্ত করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ED।

Recruitment Scam : ‘স্কুলে ও পুরসভায় দুর্নীতি মিলেমিশে’
এই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে CBI। এই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলাটি পাঠানো হয় কলকাতা হাইকোর্টে এবং মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। গত সোমবার মামলার দীর্ঘ শুনানি হয়। এরপর CBI তদন্তের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ায়নি হাইকোর্ট। শুক্রবার এই মামলার প্রেক্ষিতে বিচারপতি সিনহা স্পষ্ট জানান, CBI তদন্তের নির্দেশ বহাল থাকছে।

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে পার্টি করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। তাঁর গ্রেফতারির আগে অফিস এবং বাড়িতে তদন্ত চালান ED-র আধিকারিকরা। সেই সময় কার্যত চোখ কপালে ওঠে তদন্তকারীদের। পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া যায় অয়নের থেকে। এরপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তদন্তকারীরা।

Kalighat Kaku : সিবিআই-এর উচ্ছ্বসিত প্রশংসায় ‘কালীঘাটের কাকু’

স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের এই নির্দেশে অস্বস্তিতে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করছিলেন বিরোধীরা। এর আগে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেফতারের পর উঠে এসেছিল অয়ন শীলের নাম।

Recruitment Scam : কর্মচ্যুতদের স্কুলে ফেরানো নিয়ে আজ নালিশ সু্প্রিমে
হুগলির এই প্রোমোটারের আর্থিকভাবে ফুলে ফেঁপে ওঠা দেখে রীতিমতো অবাক হয়েছিলেন তদন্তকারীরা। এরপর তাঁর অফিস এবং বাড়িতে তল্লাশি চালানো হয়। উঠে আসে কামারহাটি পুরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর নামও। তাঁকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এখন দেখার পুর নিয়োগ দুর্নীতি মামলায় নতুন কোন মোড় আসে!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *