Anubrata Mondal : অনুব্রত গড়েই একাধিক TMC নেতার সম্পত্তি বেড়েছে হু হু করে! সরব BJP – bjp alleging tmc on increase assets of many leaders in birbhum


কেষ্টকে জেলা সভাপতি পদে বহাল রেখেই বীরভূম জেলায় নতুন কোর কমিটি তৈরি করেছে তৃণমূল। তবে গত কয়েক বছরে জেলার একাধিক তৃণমূল নেতার আকাশ ছোঁয়া সম্পত্তি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। শুধু অনুব্রত নয় তার সঙ্গে সাইগাল, মনীশের মতো পাল্লা দিয়ে সম্পত্তি বেড়েছে বীরভূম জেলার একাধিক তৃণমূল নেতাদেরও, দাবি স্থানীয় বিজেপি নেত্রত্বের। এই সময় ডিজিটালের হাতে এল তার তথ্য প্রমাণ।

Maa Manasa Puja : আচমকাই বন্ধ মা মনসার চোখ! অলৌকিক ঘটনার সাক্ষী থাকতে মন্দিরে থিকথিকে ভিড়, রহস্যও
ইতিমধ্যেই গোরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। প্রথমে সিবিআই তাকে গ্রেফতার করলেও পরে তাকে হেফাজতে নেয় ইডি। এখন তিনি তিহারের জেলবন্দী। সেই অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই আদালতের চার্জশিট পেশ করেছে ইডি । এমনকি গ্রেফতার করা হয়েছে তার মেয়ে সুকন্যা, হিসাবরক্ষক মনিশ কোঠারি ও দেহরক্ষী সাইগলকেও।

Birbhum News: বীরভূমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ ভাইয়ের, মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে তাড়া গ্রামবাসীদের
অনুব্রতর সঙ্গে পাল্লা দিয়ে তাদেরও সম্পত্তি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। অনুব্রত, সুকন্যা ও মনীশকোঠারি সাইগলের পর এবার দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর সম্পত্তিও বেড়েছে এই কয়েক বছরে। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

Abhishek Banerjee : গোষ্ঠীকোন্দল বরদাস্ত নয়, বীরভূম ছাড়ার আগে একাধিক নেতাকে হুঁশিয়ারি অভিষেকের
সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী,২০১৬ সালে বোলপুরের কালিকাপুর মৌজায় ১১.৩৫ ডেসিমেল জমি কিনেছেন তিনি। ২০১৭ সালে বোলপুরের মাকরামপুর মৌজায় কিনেছেন ৮. ৫২ ডেসিমেল। ২০১৮ সালে বোলপুরের শিয়ান মুলুক এলাকায় কিনেছেন ১৯ ডেসিমেল জমি। ২০২০ সালে বোলপুরের আদিত্যপুর মৌজায় কিনেছেন ৫. ৫৫ ডেসিমেল জমি।
পাশাপাশি, ২০২১ সালে সিউড়ির আনন্দপুর মৌজায় কিনেছেন প্রায় ৭ ডেসিমেল জমি। আর এই তথ্য সামনে আসতেই তৃণমূল নেতাদের আক্রমণ শানাতে শুরু করেছে গেরুয়া শিবির। বীরভূম জেলা বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কটাক্ষের সুরে বলেন, “অনুব্রত মণ্ডল তো ঝাকি হ্যায়, আমি বড় বড় চোর বাকি হ্যায়। আমরা আগেই বলেছি বড় চোর গুলো কারা। এর সঙ্গে বিকাশ রায়চৌধুরী আছে, দুবরাজপুরের একজন উকিল বাবু আছেন, বীরভূমের বোলপুরের একজন মন্ত্রী আছেন। এদের সকলের সম্পত্তি বেড়েছে। আমরা চাইছি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক বিচার প্রতিষ্ঠিত হোক।”

Anubrata Mondal: ভয় দেখিয়ে জমি দখল, কেষ্ট-ঘনিষ্ঠের নামে মমতাকে চিঠি!

যদিও এ প্রসঙ্গে সিউড়ি বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই তাই বলতে পারব না। আর বিজেপির কাছে তো এখন গোরু পাচার ছাড়া আর কোন কিছু নেই। আর এটা নিয়ে তো তদন্ত চলছে, যদি মনে হয় এইটা নিয়েও তদন্ত করুক ।” গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে জেলায়। বিষয়টি যে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তার প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহার করবে, তা বলার অপেক্ষা রাখে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *