জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবরের মাঝে শাসনে তৃণমূলের নেতা বাড়িতে হামলা-লুটপাটের কারণ হিসেবে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শাসনের দুই তৃণমূল নেতার মধ্যেকার বৈরিতার জেরে এই কাণ্ড। জানা গিয়েছে, সম্প্রতি শাসনের এক তৃণমূল নেতা যৌন পল্লীতে গিয়ে সেখানকার তরুণীদের সঙ্গে উদ্দাম নাচ করেন। সেই ভিডিয়ো কোনওভাবে ভাইরাল হয়ে যায় সোশাল মাধ্যমে। তৃণমূল নেতার তরফে অভিযোগ তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা এই ভিডিয়ো ভাইরাল করে দিয়েছেন। এর জেরেই হামলা ভাঙচুর।শাসন থানার সর্দার আটি এলাকায় তৃণমূল কর্মী অভিজিৎ প্রামানিকের বাড়ি হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। অভিযোগের তিরের নিশানায় বারাসত ২ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য রনজিৎ মণ্ডল ও তার সঙ্গীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ISF TMC Clash : মদের বোতল মিলবে মিটিংয়ে গেলেই! ISF-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাঙড়ে
অন্যদিকে, বারবার ফোন করেও যোগাযোগ করা যায়নি রণজিৎ মণ্ডল সহ তৃণমূল নেতৃত্বের। তৃণমূল কর্মী অভিজিৎ প্রামাণিকের অভিযোগ, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য রনজিৎ মণ্ডলের একটি ভিডিয়ো ভাইরাল হয়। যাতে দেখা যাচ্ছে তিনি যৌনপল্লীতে গিয়ে উদ্দাম নৃত্য জুড়েছেন, যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল ।
রণজিৎ মণ্ডল সন্দেহ ভিডিয়ো ভাইরালের পিছনে হাত আছে অভিজিতের। পালটা তৃণমূল নেতা অভিজিতের অভিযোগ, গত একমাস আগে সন্দেহের বশে রণজিৎ মণ্ডল ও তার সঙ্গীরা তাদের বাড়ি ভাঙচুর করে। এই নিয়ে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিজিতের দাবি, গতকাল রাতে তাদের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে পুনরায় হামলা হয় রণজিৎ মণ্ডলের নেতৃত্বে। ঘরের আসবাব পত্র ভাঙচুর করার পাশাপাশি লুটপাট চালানো হয় বাড়িতে। সোমবার শাসন থানায় অভিযোগ করলে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। এ বিষয়ে রণজিৎ মণ্ডল সহ শাসন এলাকার তৃণমূল নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে শাসন থানার পুলিশ।