ভরদুপুরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলা! তারপর… Woman attempts to commits suicide by jumping in ganga at Howrah


দেবব্রত ঘোষ: ভরদুপুরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা? লঞ্চের কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে বাগবাজারে ঘাটের কাছে।

একদিকে হাওড়া, আর অন্য়দিকে বাগবাজার। গঙ্গা পেরিয়ে নিত্যদিন যাতায়াত করেন বহু মানুষ। নদীর দুই পাড়েই রয়েছে ফেরি সার্ভিস। নির্দিষ্ট সময় অন্তর যাত্রীদের নিয়ে লঞ্চ ছাড়ে। 

ঘড়িতে তখন আড়াইটে। এদিন দুপুরে হাওড়া থেকে একটি লঞ্চ যাচ্ছিল বাগবাজারের দিকে। সেই লঞ্চের কর্মীদেরই নজরে পড়ে, গঙ্গার ভাসছেন এক মহিলা! জোয়ারের টানে তলিয়ে যাচ্ছিলেন তিনি। তারপর? ওই মহিলাকে উদ্ধার করে আনা হয় হাওড়া ফেরি ঘাটে। খবর দেওয়া হয় হাওড়ার গোলাবাড়ি থানায়। পুলিস এসে ওই মহিলাকে ভর্তি করে হাসপাতালে।

আরও পড়ুন: বাংলায় বর্ষা ঢুকছে কবে? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর?

পুলিস সূত্রে খবর, ওই মহিলার নাম কমলা নাথ। ঠিকানা জানা যায়নি এখনও। প্রাথমিক তদন্তে অনুমান, দুর্ঘটনা নয়, গঙ্গা ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেছিলেন কমলা। কেন? খতিয়ে দেখছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *