ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, গোপালপুর গ্রামের আলিম শেখ নামে এক যুবককে টাওয়ারের কাজ করতে যাওয়ার জন্য তিনি ৩০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু আলিম সেই টাকা নিয়েও কাজে যেতে গড়িমসি করছিল বলে মির্জা টাকা ফেরত চান। সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য বুধবার সন্ধ্যায় গ্রামের কাছেই এক জায়গায় মির্জাকে ডাকা হয়।
কিন্তু সেখানে গেলে আলিম সহ আরও ২ জন তাঁকে গালিগালাজ করতে শুরু করে। পাওনা ফিরিয়ে দেওয়ার বদলে সঙ্গে থাকা টাকাও ছিনিয়ে নেওয়ার পাশাপাশি আচমকা বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। পরে মির্জা মারা গিয়েছে ভেবে পালিয়েও যায়। আশপাশের লোকজন ছুটে এসে মির্জাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় বাঁ পায়ে গুলি লেগেছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে তদন্ত শুরু হয়েছে।