Pradhan Mantri Awas Yojana : টাকা না এলেও আজ কেন্দ্রের বৈঠকে রাজ্য – responding to the centre call nabanna decided to send a representative to the meeting in delhi


এই সময়: একশো দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা-সহ বিভিন্ন গ্রামোন্নয়ন প্রকল্পে টাকা আটকে থাকায় দিল্লির সঙ্গে রাজ্যের বিরোধ চরমে উঠেছে। তার মধ্যেই কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে দিল্লিতে বৈঠকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল নবান্ন। গ্রামোন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় আজ ও কাল, ১৮ ও ১৯ মে, জরুরি বৈঠক ডেকেছে গ্রামোন্নয়ন মন্ত্রক। সেখানে বাংলার প্রতিনিধিত্ব করবেন রাজ্যের পঞ্চায়েতসচিব পি উলগানাথন। বৈঠকে একশো দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা, দীনদয়াল যোজনা, ন্যাশনাল লাইভলিহুড মিশন, গ্রামীণ কৌশল্য যোজনা, সংসদ আদর্শ গ্রাম যোজনা-সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হবে।

Mamata Banerjee : নীতি আয়োগের বৈঠকে এ মাসেই দিল্লিতে মুখ্যমন্ত্রী, ফের সরব কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে
নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের বৈঠকে রাজ্য কোনও প্রতিনিধি পাঠাবে কি না, তা নিয়ে প্রথমে দোলাচলে ছিলেন প্রশাসনের কর্তারা। কারণ, একশো দিনের কাজ এবং গ্রামীণ আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র। বকেয়া টাকা ছাড়ার জন্যে রাজ্যের তরফে একাধিক বার কেন্দ্রকে চিঠি দেওয়া হলেও কাজ হয়নি। প্রতিবাদে কেন্দ্রের বৈঠকে কোনও প্রতিনিধি পাঠানো হবে না বলেই প্রথমে ঠিক হয়েছিল। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরই শেষ পর্যন্ত পঞ্চায়েতসচিবকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বুধবার এই খবর জানিয়েছেন।

Mid Day Meal: মিড ডে মিলে ২০০০ কোটি বরাদ্দ! রাজ্যের কাজে খুশি কেন্দ্র, জানালেন ব্রাত্য
গ্রামোন্নয়নের কাজ পর্যালোচনায় বছরে সাধারণত দু’বার এ রকম বৈঠক হয়। তাতে মূলত পঞ্চায়েতসচিবরাই হাজির থাকেন। ২০২৪-এর লোকসভা ভোটের আগে সম্ভবত এটাই শেষ পর্যালোচনা বৈঠক। সেই সুযোগ হাত ছাড়া করতে রাজি নয় রাজ্য। নবান্নের এক আধিকারিক বলেন, ‘দিল্লির সঙ্গে রাজ্যের যতই বৈরিতা থাক, গ্রামোন্নয়নের কাজে আমরা আমাদের সাফল্য তুলে ধরতে চাই। এই সুযোগ সব সময় আসে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *