Piyali Basak: মাকালু জয়ের পরে খোঁজ নেই পিয়ালির! মেয়েকে নিয়ে দুঃশ্চিন্তায় পরিবার – mountaineer piyali basak from west bengal reportedly stuck in mount makalu


মাকালু শৃঙ্গ জয় করার পর কোনও বিপদে পড়লেন পিয়ালি? মেয়ের খোঁজ না মেলায় উৎকণ্ঠা বাড়ছে পরিবারে। অন্নপূর্ণা শৃঙ্গ জয় করার পর মাকালু শৃঙ্গ জয় করেন পিয়ালি বসাক। গত ২৭ এপ্রিল মাকালু অভিযানে বের হন হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালি। ভালো খবরটা এসেছিল বুধবারই। পিয়ালির মাকালু জয়ের স্বপ্নপূরণ হয়েছে। কিন্তু তারপর? এই প্রতিবেদন প্রকাশ করার সময় অবধি পরিবারের কাছে তাঁর কোনও খবর নেই। কোনওভাবে কেউ যোগাযোগ করতে পারেনি তাঁর সঙ্গে।

Piyali Basak: ‘মেয়ের মাকালু জয়, মাদার্স ডে-র বড় উপহার’

মে মাসের প্রথম সপ্তাহে মাকালুর বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন তিনি। ১৭ই মে বুধবার সকাল সাতটা থেকে আটটা নাগাদ মাউন্ট মাকালু যা বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ সেটি জয় করেন পেশায় শিক্ষিকা পিয়ালি।

এভারেস্ট জয় করেও কেন শংসাপত্র পেলেন না পিয়ালী

Mountaineer Piyali Basak : অন্নপূর্ণার পর মাকালু জয়, হুগলির পিয়ালির মুকুটে নয়া পালক
পরিবার সূত্রে খবর , মাকালু অভিযান শেষ করার পর শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েন পিয়ালি। তাই খুব ধীরগতিতে এগোচ্ছিলেন। জানা গিয়েছে, দলের মধ্যে সবচেয়ে দেরিতে সামিট করেছেন তিনি। অনুমান, অক্সিজেন সিলিন্ডার ছাড়াই উপরে ওঠার চেষ্টা করেছিলেন। তবে তখন অবধি যা যা হয়েছে পর্বত শৃঙ্গ জয়ে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয় অনেকেই।

Nadia News : অ্যাথলেটিক্সে দেশকে জোড়া সোনা বাংলার মেয়ের, এশিয়াডে যাওয়ার লক্ষ্যে অবিচল নদিয়ার রেজওয়ানা
নামার সময় কি ঘটে কোনও বিপত্তি? তার সঙ্গে প্রথমে আটকে পড়েন এনগাংওয়া শেরপাও। দুই সহযোগীরা তাঁকে উদ্ধার করলেও পিয়ালী আসতে পারেননি। যে সংস্থার সঙ্গে পিয়ালি গিয়েছেন তাঁরা পরিবারকে জানিয়েছে পরিস্থিতির কথা। যদিও পিয়ালীর এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে উৎকণ্ঠা বেড়েছে পিয়ালির পরিবারে। তার বোন তমালি বসাক এই সময় ডিজিটালকে বলেন, ‘আমাদের সঙ্গে দিদির কোনও যোগাযোগ হয়নি। এজেন্সির সঙ্গে সকালে কথা হয়েছে। ওঁরা বলেছে, দিদিকে উদ্ধার করার জন্য টিম পাঠানো হয়েছে। তবে আমরা কোনও কিছুই আর জানতে পারেনি। শেষ যা খবর পেয়েছি ও ক্যাম্প-৪ আটকে রয়েছে।’

Piyali Basak Mountaineer : এভারেস্ট-ধৌলাগিরির পর এবার অন্নপূর্ণা, নয়া রেকর্ডে ফের তাক লাগালেন পিয়ালী
বঙ্গতনয়া পিয়ালির জন্য চিন্তা রয়েছে অনেকেই। ছোট থেকেই পাহাড় ভালবাসতেন পিয়ালি। ইতিমধ্যেই বিভিন্ন পর্বত শৃঙ্গ জয় করে ফেলেছেন। এভারেস্টে, লোৎসে, মানাসলু, ধৌলাগির, অন্নপূর্ণার পর বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু জয় করে বাঙালি পর্বতারোহী পিয়ালি। তাঁর মা স্বপ্না বসাক সংবাদ মাধ্যমে বলেছেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল মেয়ের মাকালু যাওয়া। সেটা হয়ে গিয়েছে। এখন ভালোয় ভালোয় নেমে আসলেই ভালো। একটু চিন্তা তো হচ্ছেই। আরেক মেয়ে সংস্থার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *