Train Service Disrupted: ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, আটকে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সহ লোকালও – train service disrupted as railway pantograph break due to storm at burdwan


ঝড় বৃষ্টি শুরু হতে না হতেই বিপত্তি। রেললাইনে প্যান্টোগ্রাফ ভেঙে থমকাল শতাব্দী এক্সপ্রেসের চাকা। জানা গিয়েছে, ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে আটকে পড়ে আপ শতাব্দী এক্সপ্রেস। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে বর্ধমান রামপুরহাটে আটকে থাকে ট্রেনটি বলে খবর। আপ ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুধু শতাব্দী নয়, আটকে পড়ে লোকাল ট্রেনও। অফিস ফিরতি পথে স্টেশনে স্টেশনে আটকে পড়েন নিত্যযাত্রীরা।রেল সূত্রে খবর, বর্ধমান রামপুরহাট লুপলাইনের ঝাপটের ঢাল ও বনপাস স্টেশনের মাঝে দাঁড়িয়ে আছে আপ শতাব্দী এক্সপ্রেস। ১২০৪১ আপ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে বর্ধমান অবধি পৌঁছতে না পৌঁছতেই বিপত্তি। বহুক্ষণ ধরে একই জায়গায় আটকে থাকায় অস্থির হয়ে ওঠেন যাত্রীরা।

Howrah Train Services: প্রবল ঝড়ে ওভারহেড তারে ভেঙে পড়ল গাছ, হাওড়া শাখাতেও ব্যাহত ট্রেন চলাচল

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন প্যান্টোগ্রাফ ভেঙে গিয়েছে, ”বিকেল ৪ -৩০ মিনিট থেকে আপ শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। মেরামতের কাজ চলছে খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল শুরু হবে।”

Bardhaman Bandel Local : শক্তিগড়ে দুর্ঘটনায় সব দোষ চালকের বলে প্রশ্ন পূর্ব রেল কর্তৃপক্ষ

বনপাস স্টেশনের স্টেশন মাষ্টার দেবাঞ্জন চক্রবর্তী জানান,”প্রচণ্ড ঝড়ের জন্য ৩ টে ৫০ নাগাদ আপ লাইনের বৈদ্যুতিক তার ছিঁড়ে ডাউন লাইনে পড়ে যায়। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ৫ টা ২৫ মিনিট নাগাদ আপ শতাব্দী এক্সপ্রেস ছেড়ে গন্তব্যে রওনা দেয়।
ডাউন রামপুরহাট লোকাল আটকে পড়ে বনপাস স্টেশনে।

আরও তথ্যের রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *