Mamata Banerjee On Rs 2000 Notes : ‘নোটবন্দির তুঘলকি নাটক!’ ২০০০-এর নোট প্রত্যাহার নিয়ে কেন্দ্রকে তোপ মমতার – mamata banerjee attacks narendra modi govt after rbi rs 2000 notes


২০০০ টাকার নোট প্রত্যাহার নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে ফের একটি টুইট করে কেন্দ্রের এই সিদ্ধান্তকে তুঘলকি বলে উল্লেখ করেন তিনি। মমতা লেখেন, “আরও একবার কেন্দ্রের তুঘলকি এবং খামখেয়ালি নোটবন্দির নাটক। ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে। চূড়ান্ত হেনস্থার শিকার হবেন সকলে।”

Rs 2000 Notes : ২ হাজার: কংগ্রেস বলল ‘বিশ্বগুরুর পাগলামো’, তৃণমূলের মুখে ‘মাস্টারস্ট্রোক’
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ২০০০ নোট প্রত্যাহারের সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রের সরকার কতটা জনবিরোধী। তিনি টুইটে লেখেন, “এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আদতে জনবিরোধী এবং পুঁজিবাদী মনোভাবাপন্ন সরকারের পরিচয়। এই ধরনের দুঃসাহসিকতা এবং একনায়কতন্ত্রিক সরকারকে জনগণ কখনও ক্ষমা করবে না।”

Mamata Banerjee Rs 2000 Note Ban: ‘বিলিয়ন ডলার ধোঁকা…’, ২০০০ টাকার নোট বাতিল নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
সাত বছর আগেকার নোটবন্দির তিক্ত স্মৃতি এখনও সকলের মনে তাজা। মোদী আমলে দ্বিতীয়বার নোট প্রত্যাহারের সিদ্ধান্তকে সমালোচনায় বিঁধতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি এই সিদ্ধান্তের সমালোচনায় তৃণমূল সুপ্রিমো লেখেন, “তাহলে এটা ২০০০ টাকার ধমাকা ছিল না। এটা আসলে কোটি কোটি ভারতীয়কে কোটি কোটি টাকার ধোঁকা ছিল। এখনই সময়, সমস্ত ভাই বোনকে অনুরোধ করছি, আপনারা জেগে উঠুন। নোটবন্দি অর্থাৎ ডিমানিটাইজেশনের সময় আমরা যে অসুবিধার মুখোমুখি হয়েছিলাম তা ভোলার নয়। যারা এই পরিস্থিতির মধ্যে আমাদের ফেলেছিল, তাদের কখনও ক্ষমা করবেন না।”

2000 Notes Ban: ‘হঠাৎ চালু-হঠাৎ বাতিল! পাগলা দাশুর রাজত্বে এমনই হয়…’, ২০০০ টাকার নোট নিয়ে আক্রমণে সুজন-কুণাল
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নোটবন্দিকে নিষ্ফলা বলে দাবি করে এসেছেন। প্রথমবার নোটবন্দির সময় দেশের কালো টাকা ফিরিয়ে এনে তা জনসাধারণের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, কত কালো টাকা উদ্ধার হয়েছে বাস্তবে? এই প্রশ্ন তুলেছিলেন মমতা।

RBI Rs 2000 Note : ‘২০০০-এর নোটের আত্মার শান্তি কামনা করি…!’ নোটবন্দি আতঙ্কের মাঝেই সোশাল মিডিয়া জুড়ে মিমের বন্যা
RBI আইন 1934-এর 24 (1) ধারায় ২০১৬ সালে নোট বাতিলের পরেই চালু করা হয়েছিল ২০০০ টাকার নোট। তৎকালীন ৫০০ ও ১০০০ টাকার নোটের বদলে লঞ্চ করা হয়েছিল এই ২০০০ টাকার নোট। একইসঙ্গে দাবি করা হয়েছিল, এই নোটের নকশা খুবই সুক্ষ্ম ও অতিরিক্ত সুরক্ষিত, যা নকল করা খুব সহজ হবে না। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “”২০১৬ সালে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছিল মোদী সরকারের ৫০০ এবং ১ হাজার টাকার নোটবন্দির ঘোষণা। কালো টাকা দেশ থেকে দূর হবে এই প্রতিশ্রুতি দিয়ে ২ হাজার টাকার নোট চালু করা হয়েছিল। সাত বছর পর এবার ২ হাজারের নোটও তুলে নেওয়ার সিদ্ধান্ত। আবার একটি মোদীনমিক মাস্ট্রারস্ট্রোক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *