কলকাতা শহরে বৃষ্টি কবে?
কলকাতা শহরের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৮৮ শতাংশ। ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেও জ্বালাপোড়া গরমে নাজেহাল হতে চলেছে শহরবাসী। সকাল থেকেই গুমোট ভাব অনুভূত হচ্ছে শহরে। আগামী দু’থেকে তিনদিন এমনই তাপমাত্রা থাকবে কলকাতায়। তবে ২৫ মে-র পর থেকে কিছুটা হাওয়া বদল হতে পারে মহানগরে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা?
আপাতত দু’থেকে তিনদিন দক্ষিণবঙ্গেও তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তালিকায় রয়েছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ। ২৫ মে নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায়।
কেমন থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা?
উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
তাপপ্রবাহের সতর্কতা
এদিকে, পশ্চিমবঙ্গ সহ মোট সাতটি রাজ্য দুর্বিসহ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী দু’থেকে তিনদিনের মধ্যে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশে। মে মাসের ২৩ তারিখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে তাপপ্রবাহ চলবে।
স্বস্তির বৃষ্টি কবে?
সতর্কতার মাঝেই কিছুটা হলেও স্বস্তির ইঙ্গিত দিচ্ছে IMD। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। যা আগামী ২৩ এবং ২৪ তারিখ খানিকটা বৃষ্টিপাত ঘটাতে পারে। ২৩ তারিখের পর থেকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।