Kolkata Police : কলকাতা পুলিশের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত! ইন্সপেক্টর র‍্যাঙ্ক পেতে আরও অপেক্ষা – mamata banerjee cabinet decided that promotion of kolkata and west bengal police will be held together


বেশ কয়েকদিন ধরে ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে সরকারি কর্মীদের একাংশ। আন্দোলন, মিছিল থেকে শুরু করে কর্মবিরতি সবই দেখেছে রাজ্যবাসী। এই অবস্থায় কলকাতা পুলিশের পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে রাজ্য ও কলকাতা পুলিশের পদোন্নতি একই সঙ্গে হবে। আজকের বৈঠকে কলকাতা পুলিশের ইনস্পেক্টর র‌্যাঙ্কে পদোন্নতির সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।Mamata Banerjee : ‘৩৬ হাজার চাকরি ডিএ আন্দোলনকারীদের জন্য চলে গেল…’, বিস্ফোরক মমতা
সূত্রের খবর এদিনের মন্ত্রিসভার বৈঠকে পুলিশের পদোন্নতির প্রসঙ্গটি ওঠে। তখন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন একই সঙ্গে কলকাতা ও রাজ্য পুলিশের পদোন্নতি হবে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, শুধু কলকাতা পুলিশ নয় রাজ্য পুলিশেরও প্রমোশন হওয়া দরকার।

রাজ্য প্রশাসনের অন্দরে কান পাতলে শোনা যায়, পদোন্নতি নিয়ে রাজ্য পুলিশের কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। ডিএ নিয়ে সরকারি কর্মীদের আন্দোলনের মাঝে এই সিদ্ধান্ত নিয়ে পুলিশকে বিশেষ তাৎপর্যপূর্ণ বার্তা দিল রাজ্য সরকার। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশনের বিষয়টি নিয়ে জট কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

Mamata Banerjee: ‘অনেকে ডিপ্রেশনে ভুগছেন, কিছু করে ফেললে…’, ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী
পুলিশে নিয়োগের উপর বাড়তি জোর দিয়েছে সরকার। সম্প্রতি এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কড়া নির্দেশিকা দেন। তিনি জানিয়ে দেন, পুলিশে যাবতীয় শূন্যপদে নিয়োগ দ্রুত সেরে ফেলতে হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশকে নিয়ে ক্ষমতায় আসার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পুলিশের বেতন, সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি ১ সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন মমতা। গত বছর পুলিশ দিবসের আগে কনস্টেবল পদে আবেদনের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। এমনকী চাকরিরত অবস্থায় কোনও পুলিশকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মমতা।

Nabanna : নবান্নের ২ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, কর্মীদের উদ্দেশে কী বার্তা?
অন্যদিকে সম্প্রতি নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর বাজেটে রাজ্য সরকার ৩ শতাংশ বাড়তি ডিএ ঘোষণা করেছেষ। কিন্তু তাতে খুশি নয় সিংহভাগ সরকারি কর্মী। মমতা বলেন, ‘কেন্দ্রের কাছে আমাদের ১ লাখ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। সেটা এনে দিন না। তাহলে আমি আরও ৩ শতাংশ ডিএ দিতে রাজি। কাজের মাঝে মিছিল মিটিং করা কোন ধরনের নৈতিকতা!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *