Suvendu Adhikari : ‘১০০ চাকরি বেচেছে, আরও অনেকে জেলে ঢুকবে’, তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি শুভেন্দুর – suvendu adhikari slams chinsurah mla asit majumder on recruitment scam


নিয়োগ দুর্নীতি এখন রাজ্য রাজনীতির জ্বলন্ত ইস্যু। নিয়োগ দুর্নীতি নিয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ায় দাঁড়িয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ, বর্ধমানে ১০০ চাকরি বিক্রি করেছেন বিধায়ক অসিত। আগে আয়নায় নিজের মুখ দেখুক, পালটা শুভেন্দুকে কটাক্ষ অসিতের।Suvendu Adhikari News: কীভাবে ও কেন বিজেপিতে শুভেন্দু? পুরনো কাসুন্দি ও ‘অন্দরের তথ্য’ তুলে আক্রমণ তৃণমূলের
সোমবার চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু। এর আগেও শুভেন্দু অধিকারী হুগলিতে এসে একাধিকবার তৃণমূলের জেলা নেতৃত্বদের দুর্নীতির কথা তুলে ধরেছেন শুভেন্দু। কখনও উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব আবার কখনও গোঘাটের তৃণমূল নেতা মানস মণ্ডল ছিল শুভেন্দু।

এদিন সরাসরি অসিতের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘ কম করে ১০০ চাকরি বিক্রি করেছে অসিত মজুমদার। তবে হুগলিতে নয় সে সমস্ত চাকরি বিক্রি হয়েছে বর্ধমানে। হুগলিতে কুন্তল, শান্তনু, অয়ন, এরা সবে শুরুওয়াত। দরজা খোলা হয়েছে, আগামীতে আরও তৃণমূলের নেতা মন্ত্রীরা হাজতে যাবেন।’

Suvenndu Adhikari : ‘CBI-ED নিয়ে অভিযোগ আছে, পিসি-ভাইপোকে ছেড়ে দেওয়া হচ্ছে…’, বিস্ফোরক শুভেন্দু
প্রথম থেকে আক্রমণাত্মক ছিলেন বিরোধী দলনেতা। অসিতকে নিশানা করে তিনি বলেন, ‘কী বিরাট নেতা হয়ে গেছে! এটাও চাকরি বিক্রি করেছে। নিজের এলাকায় নয় ১০০ বেশি চাকরি বেচেছে বর্ধমানে। আমার কাছে তালিকা আছে। গতকাল জ্ঞান দিয়েছে ভদ্র কথা বললে ভদ্র হবে , অভদ্র কথা বললে অভদ্র হবে। আবার বললাম পিসি চোর ভাইপো চোর সঙ্গে আপনিও চোর। আপনি কর্মচারী, আপনার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি। আপনারা যদি থাকেন মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে তবে ছাড়ব।’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘শুভেন্দু অধিকারীকে আয়নায় মুখ দেখতে বলুন। তৃণমূলে থাকাকালীন সময় সব চাকরি বিক্রির হোতা ছিলেন শুভেন্দু।’ এদিন শুভেন্দুর পালটা ঘড়ি মোড়ের সভা ডাক দিয়েছেন অসিত।

Suvendu Adhikari : ‘পুলিশমন্ত্রীর ১ মিনিটও চেয়ারে বসে থাকার অধিকার নেই’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর
উল্লেখ্য, রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনায় এদিন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিরোধী দলনেতা। তাঁরা দাবি, একের পর এক বিস্ফোরণ থেকে স্পষ্ট যে রাজ্যে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নেই। একই সঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দু। তাঁর দাবি যাবতীয় দুর্নীতির সঙ্গে অভিষেকের যোগ রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *