মোহনবাগানই ধ্যান-জ্ঞান, বাগান ভক্ত অয়নের কাণ্ড জানলে চমকে উঠবেন


বাগানই ধ্যান, বাগানই জ্ঞান। মোহনবাগানের অন্ধ ভক্ত বললেও কম বলা হয়। সবুজ মেরুন নিয়ে এমন আবেগ দেখলে গর্বে বুক ভরে উঠবে যেকোনও মোহনবাগানি ও ফুটবলপ্রেমীদের। ইছাপুরের শিবশঙ্কর পাত্রের মিনি আর্জেন্টিনা টেক্কা দিতে চলেছেন বিশরপাড়ার অয়ন মল্লিক।পেশায় সুরেন্দ্রনাথ কলেজের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কর্মী হলেও অয়নের একমাত্র পরিচয় তিনি মোহনবাগান ভক্ত। শুধু ভক্ত নন, অন্ধ ভক্ত। যার শয়নে, স্বপনে ভালোবাসা মোহনবাগান। বর্তমানে তাঁর বাড়িটি এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। গোটা বাড়িটাই মোহনবাগান তাঁবু বানিয়ে ফেলেছেন তিনি। অয়নের ভালোলাগা, পাগলামি যাই বলা হোক না কেন ছোট থেকে তাঁর একটাই স্বপ্ন ছিল। একদিন তাঁর বাড়িটায় হয়ে যাবে মোহনবাগানের ক্লাব তাঁবু। সেই স্বপ্নকে এবার বাস্তবে পরিণত করেছেন অয়ন।

Mohun Bagan Super Giants: কবে থেকে মোহনবাগান সুপার জায়ান্টস? অবশেষে সামনে এল সেই তারিখ

ছোটবেলায় বাবার হাত ধরে বাঙালির সেরা খেলা দেখথে গিয়েই মোহনবাগানের সঙ্গে পরিচয়। সেদিনের থেকেই শুরু ভালোবাসার। প্রথম মোহনবাগানকে দেখার দিন থেকে আজ মোহনবাগান দল যে অবস্থানে আছে,অর্থাৎ একের পর মোহনবাগানের জয় সবটাই বিশরপাড়ার এই বাসিন্দা ধরে রেখেছেন তাঁর তিনতলা বাড়িতে। থিম সম্পূর্ণ তাঁর হলেও তাতে রূপদান করেছেন গোপাল ভাস্কর ও তন্ময় মণ্ডল। ত্রিবেণীর দুই শিল্পীর কাজ দেখে মুগ্ধ হয়েই নিজেই যোগাযোগ করেছিলেন অয়ন। তারপর তাদের সঙ্গে দেখা করে নিজের স্বপ্নের সঙ্গে থিমের খুঁটিনাটি সবটাই ভাগ করে নিয়েছিলেন। সেই মতো দুই শিল্পীর হাতের ছোঁয়ায় বাস্তব অয়নের মোহনবাগানি স্বপ্ন।

Mohun Bagan on KKR: সবুজ-মেরুন জার্সি পরায় সমর্থকদের বাধা, KKR-এর নিন্দায় মোহনবাগান

“সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” গানের এই লাইনটি সারমর্ম বিশরপাড়ায় না এলে হয়তো বোঝা যাবে না। শুধু দলের খেলা দেখাই নয়,গতবছর কেদারনাথ গিয়েছিলেন তিনি। সেখানে মোহনবাগানের পতাকা উড়িয়েছিলেন, সেই দৃশ্য বাড়ির একেবারে ছাদে ফুটিয়ে তোলে। অয়নের বাইক, চার চাকা গাড়ি সব জায়গায় আজ একটাই রঙ সুবজ মেরুন। এমনকী বাড়ির ভিতরে মোহনবাগান সেলফি জোনও আছে। অয়ন যেই পাড়ায় বসবাস করে, সেই পাড়ায় অয়ন একমাত্র মোহনবাগান সাপোর্টার, বাকি সবাই ইস্টবেঙ্গল সাপোর্টার। তারপরেও অয়নের এই ভালোবাসাকে কুর্নিশ না জানিয়ে পারেননি বাকিরা। বাড়িটি মোহনবাগান রূপে গড়ে তোলে অয়ন নিজে,তার জন্য পরিবারের সকলের পূর্ণসমর্থন ছিল।

LSG in Green and Maroon Jersey : আবেগের নাম সবুজ-মেরুন, LSG-র জন্য গলা ফাটাচ্ছেন মোহনবাগান সমর্থকরা!

এখানেই শেষ নয়, আরও বেশ কিছু চিন্তভাবনা আছে মোহনবাগানকে নিয়ে। ইতিমধ্যেই মোহনবাগান ক্লাবের অনেকেই যোগাযোগ করেছে অয়নের সঙ্গে,বাগান সচিব নিজে তার বাড়িতে আসবেন বলে কথা দিয়েছেন।

Emiliano Martinez: ঢাকা হয়ে সোজা কলকাতা, জুলাইয়ের শুরুতে বাংলাদেশে বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ

অয়নের সবচেয়ে পছন্দের খেলোয়াড় ব্যারেটো, তার সঙ্গে আছে আরও লম্বা লিস্ট। অয়ন নিজে একটা ফুটবল একাডেমিও চালায়, যেখান থেকে বহু খেলোয়াড়রা উঠে এসেছেন। আগামীদিনে মোহনবাগানকে নিয়ে অয়ন মল্লিকের অনেক স্বপ্ন আছে, যা ক্রমশঃ প্রকাশ্যে আসবে। তবে ওই এলাকা থেকে যেই যায় সে একবার দাঁড়িয়ে হলে বাড়ির দিকে চায়,কারণ সেটা বাড়ি নয় মোহনবাগান ক্লাবের প্রতিরূপ।

Mohun Bagan News: মোহনবাগানের বড় চমক! খুশির হাওয়া সমর্থকদের মধ্যে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *