Piyali Basak Mountaineer : নিউমোনিয়ায় আক্রান্ত পর্বতারোহী পিয়ালি বসাক, চিকিৎসা চলছে কাঠমাণ্ডুর হাসপাতালে – everest conqueror mountaineer piyali basak suffering in pneumonia


নিউমোনিয়ায় আক্রান্ত এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। ভর্তি কাঠমাণ্ডুর হাসপাতালে। পিয়ালির পরিবার সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। পিয়ালিকে উদ্ধার করার পর বেস ক্যাম্পে ফিরে স্বাভাবিক কথাবার্তা বলেছেন তিনি। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে তাঁর।

Mountaineer Piyali Basak: উৎকণ্ঠার অবসান, অবশেষ খোঁজ মিলল মাকালু জয়ী পিয়ালির
পিয়ালির বোন তমালি জানান, দিদির সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কাঠমাণ্ডুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পায়ের দুটো বুড়ো আঙুলে ফ্রস্ট বাইট হয়েছে। পিয়ালি তমালিকে জানিয়েছেন সে যে বেঁচে থাকবে তা শেরপারাও ভাবতে পারেনি। যেখানে ঘুমিয়ে পড়লে নিশ্চিত মৃত্যু, সেখানে টানা ২২ ঘন্টা স্রেফ দাঁড়িয়ে থেকেছেন তিনি। তবে বেস ক্যাম্পে ফিরে স্বাভাবিক কথা বলেছেন।

Piyali Basak: মাকালু জয়ের পরে খোঁজ নেই পিয়ালির! মেয়েকে নিয়ে দুঃশ্চিন্তায় পরিবার
মা স্বপ্না বসাককে পিয়ালি জানিয়েছিলেন, তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক ছিল। বোনের সঙ্গেও কথা বলেছিলেন পিয়ালি। গত ১৫ মে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ(৮৪৮৫ মিটার) মাকালু আহরণ করেন পর্বতারোহী পিয়ালি বসাক। বেস ক্যাম্পে ফেরার পথে তার চোখে সমস্যা হচ্ছিল। তাই দলের সঙ্গে নিচে নামতে পারেননি।
অভিযাত্রী দলের সদস্য এমনকি শেরপারাও তাঁকে ছেড়ে ক্যাম্প থ্রিতে নেমে আসেন। ৭৪০০ মিটার উচ্চতায় টানা বাইশ ঘণ্টা আইস ওয়ালে দু’পা চেপে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকেন পিয়ালি। পরে তিনজন শেরপা গিয়ে তাকে বেস ক্যাম্পে নামিয়ে আনেন। সেখান থেকে কাঠমান্ডুতে। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে তাঁর।

Mountaineer Piyali Basak : অন্নপূর্ণার পর মাকালু জয়, হুগলির পিয়ালির মুকুটে নয়া পালক
তমালী জানান, পিয়ালি তাঁকে জানিয়েছেন অসুস্থতার কথা। আগে যখন কথা হয়েছিল বলেছিল, চোখে খুব যন্ত্রনা হচ্ছিল। খুব হাওয়া চলছিল মাকালুতে। যে শেরপারা উদ্ধার করেছে তারাই বলেছে ‘মিরাকল’ হয়েছে। আজ কথা বলার সময় গলার আওয়াজ শুনে মনে হল এমনি ঠিক আছে।আগের থেকে অনেকটা পরিষ্কার কথা বলেছে।তবে বেশি কথা বলা যায়নি।সুস্থ না হলে নিয়ে আসাও যাচ্ছে না।

Piyali Basak: ‘মেয়ের মাকালু জয়, মাদার্স ডে-র বড় উপহার’

পিয়ালি কাঠমান্ডু থেকে জানিয়েছেন, চিকিৎসকরা বলেছে কয়েকটা দিন বিশ্রাম নিতে। সুস্থ হলে চন্দননগর ফিরবেন। মাকালু অভিযানে সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন। এখনও ২৪ লাখ টাকা দিতে হবে এজেন্সিকে। রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে তাঁর পাশে থাকার আবেদন জানিয়েছেন। ছটি আট হাজারি পর্বত শৃঙ্গ জয়ী পিয়ালি বসাকের সুস্থতার কামনা করছেন সকলেই। তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সেই দিকেই তাকিয়ে আছেন পরিবারের সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *