Barrackpore Shoot Out : ভরসন্ধ্যায় ব্যারাকপুরে শ্যুট আউট, ডাকাতিতে বাধা দিতে গিয়ে চলল গুলি – one died and several wounded for a shoot out at barrackpore jewellery shop


শ্যুট আউট ব্যারাকপুরে। ডাকাতি উদ্দেশ্য সোনার দোকানে আসে দুষ্কৃতি, আর বাধা দেওয়ায় চললো গুলি। পড়ন্ত বিকেলে জনবহুল এলাকায় ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালালো ডাকাতরা। গুলিতে মৃত দোকান মালিকের ছেলে এবং গুরুতর জখম একাধিক। গুলিবিদ্ধ হয়ে বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দোকান মালিক এবং আরেক কর্মচারী।

Uttar 24 Pargana : নিউটাউনে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার কুখ্যাত ২ দুষ্কৃতী
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ১৪ নম্বর রেলগেটের কাছে। সিংহ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতি করতে আসে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে টিটাগর থানার পুলিশ। ব্যারাকপুরের আনন্দপুরী এলাকায় চলল গুলি।
জানা গিয়েছে, মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের উপর গুলি চালানোর অভিযোগ। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। জখম আরও ২। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত একজনের গুলিতে মৃত্যু হয়েছে।

Uttar 24 Pargana : ‘মনের কথা পুলিশ দিদির সঙ্গে’, স্কুল পড়ুয়াদের আত্মহত্যা ঠেকাতে অভিনব উদ্যোগ
জানা গিয়েছে, ঘটনার সময় চারজন দোকানে ছিল। দোকানের মালিক, মালিকের ছেলে আর দুই জন কর্মচারী দোকানের ভেতরে ছিল। সেই সময়ই দুষ্কৃতী হানা দেয়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ডাকাতি করতে বাধা দেওয়ায় একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে ক্রেতা সেজে দুজন ওই দোকানে ঢোকে। তারা প্রথমে গয়না দেখার ভান করে দোকানের মধ্যে ছিল। এর কিছুক্ষণের মধ্যেই আরও দুজন দোকানের মধ্যে ঢোকে। এরপরেই দুষ্কৃতীরা গয়না দিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। দোকানের তরফে বাধা দেওয়া হয়। এর পরেই একের পর এক গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় হইচই পড়ে যায় গোটা এলাকায়।

Uttar 24 Pargana : ট্রেনে কাটা পড়েছে অর্ধেক দেহ! ব্যবসা করেই নিজের ‘হাত’-এ দাঁড়ানোর কঠিন লড়াই দেবাশিসের
রাজ্যের একের পর এক জেলায় বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ফের শ্যুট আউট ব্যারাকপুর রেল গেট সংলগ্ন এলাকায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটা তো একটা আতঙ্কের ঘটনা বটেই। এরকম ভাবে গুলি চালানো হল। একজন রক্তে ভেসে গিয়েছে। আমরা যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছি।”

Higher Secondary Result: ‘বই পোকা’ শুভ্রাংশু উচ্চ মাধ্যমিকে প্রথম

যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি ব্যবসায়িক দোকানে এরকম গুলি চালনার ঘটনা ঘটলো, আগামী দিনে অন্য কোনও দোকানেও এরকম ডাকাতির ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাকি ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *