সাত সকালে কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা


জামাইষষ্ঠীর দিন মেট্রোতে আত্মহত্যার চেষ্টার ঘটনা (Suicide At Kolkata Metro)। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ কালীঘাটগামী একটি মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। এর জেরে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। আপাতত বন্ধ রয়েছে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান পর্যন্ত মেট্রো স্টেশনের মধ্যে পরিষেবা। প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা বন্ধ থাকার জেরে ক্ষোভ উগরে দিয়েছেন অফিসযাত্রীরা। লাইনে এই ঝাঁপের জেরে চরম দুর্ভোগের শিকার হয়েছেন মেট্রো যাত্রীরা।

Train Service Disrupted: ঝড়ে প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, আটকে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সহ লোকালও
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, অবশেষে পরিষেবা স্বাভাবিক হয়েছে। যদিও এখনও ওই ব্যক্তির নাম-পরিচয়-ঠিকানা জানা যায়নি। বর্তমানে মেট্রো স্বাভাবিকভাবেই চলাচল করছে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ স্টেশনের মধ্যে।

Kolkata Traffic Update : হাঁসফাঁস গরমে যানজটে জেরবার? রইল ট্রাফিকের হাল হকিকত
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। আবার মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। অফিস টাইমে এই ঘটনার জেরে গন্তব্যে পৌঁছতে বিলম্ব হয় যাত্রীদের। স্বাভাবিকভাবেই এতে ক্ষোভ উগরে দেয় নিত্যযাত্রীরা। জামাইষষ্ঠীর দিন এহেন ঘটনায় চাঞ্চল্যও ছড়িয়ে পড়েছে মেট্রো স্টেশনে।

Local Train News: সপ্তাহের শুরুর দিনেই শিয়ালদা নৈহাটি শাখায় দুর্ভোগ, স্টেশনে স্টেশনে থমকে ট্রেন
এদিকে, কলকাতায় কালবৈশাখীর দাপটের জেরে সম্প্রতি ব্যাহত হয়েছিল লোকাল ট্রেন পরিষেবাও। প্রবল বেগে হাওয়ায় রেললাইনে গাছ পড়ে স্তব্ধ ট্রেন চলাচল। গত সোমবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শিয়ালদা দক্ষিণ ও মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। এর জেরে অফিস ফেরত পথে ভোগান্তির মুখে পড়েছিলেন নিত্যযাত্রীরা। এই ঝড়ের তাণ্ডবেই কাঁকিনাড়া স্টেশনের কাছে গাছ পড়ে ১ নম্বর লাইনের ওভারহেডের তারে। এর জেরে বিপত্তি বাঁধে কাঁকিনাড়া ও শ্যামনগরের মাঝের রেললাইনে। ট্রেন চলাচল ব্যাহত হয়। ২,৩ ও ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও ১ নম্বরে পরিষেবা বিঘ্নিত হয়।

Sealdah To Bajbaj Train : মেট্রোর কাজে বাতিল ২ ট্রেন, বড় সমস্যার সম্ভাবনা!
অন্যদিকে, কলকাতা শহরে বৃহস্পতিবার সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল। দুপুর ৩টে নাগাদ কলেজ স্কোয়্যারে একটি জমায়েত রয়েছে। ওই সময় কলেজ স্কোয়্যার চত্বরে ট্রাফিকের ক্ষেত্রে চাপ থাকবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া গোটাদিনে আর তেমন কোনও বড় মিছি, মিটিং কিংবা রাজনৈতিক সমাবেশ নেই। এদিন জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যে অর্ধদিবস ছুটি রয়েছে। ফলে কিছুটা হলেও ট্রাফিকের চাপ কম থাকবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *