Dilip Ghosh : ‘এগরায় মুখ্যমন্ত্রী যাবেন কোন হিম্মতে?’ কটাক্ষ দিলীপের – dilip ghosh attacks mamata banerjee over egra visit


Kurmi Protest : ফের একবার কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপ। সেখানে সাংবাদিকরা তাঁকে বলেন, কুড়মি আন্দোলনকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছেন অভিষেক। তখনই স্বমেজাজে ধরা দেন দিলীপ ঘোষ। বলেন, “আমার বাড়ি তো ঘিরে নিয়েছে ওরা। আমি আগেই আন্দাজ করেছিলাম। ওদের কিছু নেতা তৃণমূলের দালালি করছেন। ওদের থেকে টাকা নিয়ে BJP-কে আটকানোর চেষ্টা করছে।

Dilip Ghosh : ‘খোঁজ নিন নিজের পার্টিটা আছে কি না’, মমতা-কেজরিওয়াল বৈঠক নিয়ে দিলীপ
সেদিন পুরুলিয়া থেকে লোক এনেছিল। মেদিনীপুর ঝাড়গ্রামের লোক ছিল না। এরা বাসে এসেছিল। এক একটা বাসের ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা। এই খরচ কে দিয়েছিল? আমি যেটা বলেছিলাম, সেটা প্রমাণ হয়ে গেল”। সেই সঙ্গে তিনি আরও বলেন, “ওখানে গিয়ে অভিষেক বলছেন, দিলীপ ঘোষের বাড়ি ঘিরে নাও। দিলীপ ঘোষ জঙ্গলমহলের মানুষ।

Kurmi Protest : এবার কুড়মিদের ক্ষোভের মুখে জুন মালিয়া, বিধায়কে ঘিরে চলল বিক্ষোভ
সে এই এলাকা বোঝে। ওনার সঙ্গে জঙ্গলমহলের সম্পর্ক কি? কালীঘাটে বসে বসে বলে দিচ্ছেন, জঙ্গলমহল হাসছে। তার জন্য ওখানকার লোকেরা কি হাসবে? সেটিং-এর রাজনীতি বন্ধ করুন। কুড়মি সমাজকে বিপথে পরিচালনার চেষ্টা বন্ধ করুন”। নিজের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে দিলীপ বলেন, “ওরা ক্ষমা চাওয়ার রাজনীতি করে। আমরা অনৈতিক কাজ করি না। তাই আমরা কারও কাছে ক্ষমাও চাইনা।

Dilip Ghosh : ‘পুলিশের টাকা খাওয়ার অভ্যাস হয়ে গেলে… ’, মহেশতলা বিস্ফোরণ নিয়ে তোপ দিলীপের
ওদের প্রতিদিন কেউ না কেউ কিছু না কিছু করে আর ক্ষমা চায়। কেষ্টর জন্য ক্ষমা চেয়েছেন? পার্থর জন্য ক্ষমা চেয়েছেন? সমাজকে এরা প্রতারিত করেছে”। এদিন অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে দিলীপ বলেন, “ED CBI প্রায় সাড়ে ৫০০ কোটির সম্পত্তি দেখিয়েছে। গোটাটাই বাজেয়াপ্ত করতে হবে।

Dilip Ghosh : ‘মোদীর সামনে কে যাবেন? একটা মুরগী খোঁজা হচ্ছে’, মমতা-কেজরি সাক্ষাৎকে কটাক্ষ দিলীপের
বাকি যে নেতারা এই অনৈতিক কাজে জড়িত, এদের প্রত্যেকের সম্পত্তি ক্রোক করতে হবে আর জেলে ঢোকাতে হবে। নাহলে বাংলার মানুষ ক্ষমা করবে না”। দিলীপ এদিন কথা বলেছেন ব্যারাকপুরের শ্যুটআউট নিয়েও। বলেন, “রাজ্য জুড়ে বোমা বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে। মানুষ মারা হচ্ছে।

Dilip Ghosh on Madan Mitra : ‘পুরনোরা কোণঠাসা হচ্ছে…’, মদন ইস্যুতে খোঁচা দিলীপের
তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে। অন্যকে মারছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে আফগানিস্তান বানিয়ে দিতে চাইছে ইচ্ছাকৃতভাবে। যাতে সবাই ভয়ে সিঁটিয়ে থাকে আর ওরা রাজত্ব করতে পারে”। মুখ্যমন্ত্রীর এগরা যাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে দিলীপ বলেন, “ওনার সিদ্ধান্ত সকালে সন্ধ্যায় বদলায়।

Kurmi Protest : ‘মুখ্যমন্ত্রী কে ভুল বুঝবেন না’, কুড়মি সমাজের কাছে কাতর আবেদন মানস ভূঁইয়ার
আসলে ওদের যাওয়ার মুখ নেই। কিছু সিনিয়র নেতা পাঠিয়েছিলেন। তাদের গো ব্যাক বা চোর স্লোগান শুনে ফিরে আসতে হয়েছে। তারপর মমতা যাবেন কোন হিম্মতে? কলকাতা আর কালীঘাটের মধ্যে সীমিত হয়ে যাবেন এবার। এদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়া নিয়ে কথা উঠতেই তাঁকে নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কটাক্ষ।

Sukanta Majumdar Dilip Ghosh : অভিষেকের তোপ: শুভেন্দুর হয়ে সুকান্ত, দিলীপের ব্যাটিং
এই বিষয়ে দিলীপ বলেন, “সৌরভ বাঙালিদের শ্রেষ্ঠ আইকন। যেখানে গেছেন, সোনা ফলিয়েছেন। তিনি রাজনীতি করবেন কিনা তা নিয়ে অনেক দিন ধরে জল্পনা চলছে। তৃণমূল চেয়েছিল, উনি তাদের হয়ে রাজনীতি করুন। উনি ওই পচা পার্টিতে যাবেন কেন? তাই জোর করে ওনাকে BJP-তে ঢুকিয়ে দেওয়ার তত্ত্ব খাড়া করা হচ্ছে।

Suvendu Adhikari : ‘১০০ চাকরি বেচেছে, আরও অনেকে জেলে ঢুকবে’, তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি শুভেন্দুর
যখন অমিতাভ বচ্চন গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, তখন তো কেউ কিছু বলেনি। আজ যদি সৌরভ একটি বাঙালি রাজ্যের সঙ্গে যুক্ত হন, তাতে তো আনন্দ হওয়া উচিত। তাতে অন্যদের এতো পেট খারাপ হচ্ছে কেন? সৌরভ তার নিজের জায়গায় স্বতন্ত্র। তিনি কি করবেন, সেটা তার ব্যাপার। তাঁকে এতো ছোট করবেন না। তাঁর টাকার কোনও অভাব নেই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *