কফি টেবিল বুক তৈরির জন্যে দুয়ারে সরকারের সমস্ত তথ্য-পরিসংখ্যান জোগাড়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সে-সব একত্রিত করে কফি টেবিল বুকে ছাপানো হবে। বইগুলি বিভিন্ন আকারের (এ-৪, এ-৫) হবে। ভিডিয়ো ক্লিপিংসগুলির কোনওটি হবে ৬০ সেকেন্ডের, কোনওটি ১২০ মিনিটের। কোনওটি আবার ৫ মিনিটের। ভিডিয়ো শুটে ড্রোন ক্যামেরারও সাহায্য নেওয়া হবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই এই ধরনের উদ্যোগ সরকারের। দুয়ারে সরকার কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম বড় সাফল্য। তাই পঞ্চায়েত ভোটে সেই অস্ত্রে শান দিতেই কফি টেবিল বুক এবং ভিডিয়ো ক্লিপিংস তৈরির সিদ্ধান্ত পঞ্চায়েত দপ্তরের। ওই দপ্তরের এক শীর্ষ কর্তার অবশ্য দাবি, অতীতেও এই ধরনের কাজ হয়েছে। এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই।