Malda News : ৬ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে অন্ধকারে গোটা গ্রাম! জেরবার গ্রামের বাসিন্দারা – the entire village has lost electricity due to the storm in malda


West Bengal News : ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা গ্রাম। টানা ৬ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকলেও প্রশাসনের তরফ থেকে কোনও উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। গ্রামে বিদ্যুৎ না থাকায় চরম পানীয় জল সংকট ও বিভিন্ন সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা। ৬ দিন ধরে বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পুরাতন মালদার সাহাপুর পঞ্চায়েতের শান্তিপুর গ্রামের বাসিন্দারা। গ্রামে বিদ্যুৎ না থাকায় মূলত পানীয় জলের সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা। দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসতে হচ্ছে তাঁদের।

Uttar 24 Pargana : জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩, বিক্ষোভ বসিরহাটে
প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। প্রশাসনের কাছে বহুবার বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজের দাবি জানালেও এখনও পর্যন্ত কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে দাবি স্থানীয়দের। স্থানীয় এক এলাকাবাসী জানালেন, “এত কষ্টের মধ্যে পড়ে রয়েছি। ঘর বাড়িতে বিদ্যুৎ নেই জল নেই।

Jamai Sasthi News : গ্রামে বিদ্যুৎ না থাকায় ষষ্ঠীতে জামাইদের গলদঘর্ম অবস্থা, হাতপাখাতেই ভরসা শাশুড়িদের
কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েতের কেউ, প্রশাসন, ব্লক প্রশাসন থেকে কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। ভোটের সময় অনেকেই এলাকায় এসে আমাদের কাছ থেকে ভোট চায়। এলাকায় প্রায় ৫০০ পরিবারের বসবাস। আমাদের জল চাই, বিদ্যুৎ চাই। বাচ্চাদেরকে নিয়ে অন্ধকারে গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছে।

Kalbaisakhi In West Bengal : কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হবিবপুর, ঘরের চাল পড়ে প্রাণ গেল কিশোরীর
পানীয় জল এক কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে। এলাকায় তার ছিঁড়ে পড়ে রয়েছে। বিদ্যুৎ এলে যে কোনও সময় বড় ঘটনা ঘটে যেতে পারে। জলের এত সংকট সেই ক্ষেত্রে পকুরের জলও ব্যবহার করতে হচ্ছে”। এই বিষয়ে উত্তর মালদা BJP-র সহ সভাপতি তাপস গুপ্ত জানিয়েছেন, “শান্তিপুর এলাকার মানুষরা খুব কষ্টের মধ্যে রয়েছেন।

Puri Howrah Vande Bharat : ‘হঠাৎ বিকট একটা আওয়াজ তারপর…’, হাওড়া-পুরী বন্দে ভারতের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সৈকত
সরকারের থেকে বা প্রশাসনের কোনও হেলদোল নেই। আমরা প্রথম দিন BSF-র মাধ্যমে জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে দিয়েছিলাম। আমরা ধিক্কার জানাচ্ছি এই সরকারকে। আজকে টাকা মারার ক্ষেত্রে তৃণমূলের নেতারা এগিয়ে আসছে। কিন্তু মানুষকে পরিষেবা দিতে পারছে না”।

Chamurchi Bhutan Gate : পানীয় জলের দাবিতে আন্তর্জাতিক সড়ক অবরোধ স্থানীয়দের, বন্ধ ভুটান যাওয়ার চামুর্চি গেট
যদিও BJP-র অভিযোগটি কে মানতে নারাজ সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অনিক ঘোষ। তিনি বলেছেন, “শান্তিপুর এলাকার মানুষদের পাশে আমরা রয়েছি। আমরা এলাকায় জলের ব্যবস্থা জেনারেটরের মাধ্যমে করেছি। ঝড়ে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আমরা ত্রিপলের ব্যবস্থা করেছি। বর্তমানে সেখানে বিদ্যুৎ নেই। তার জন্য সমস্যা দেখা দিচ্ছে। তবে আমরা এই বিষয়ে যথেষ্ট রকম ভাবে তাদের পাশে রয়েছি। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *