Kurmi Protest : কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জনের জামিন খারিজ, জেল হেফাজতের নির্দেশ আদালতের – rajesh mahato including eight kurmi leader got jail custody from jhargram court


কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ আটজনের জেল হেফাজতের নির্দেশ দিল ঝাড়গ্রাম জেলা আদালত। আগামী ২৯ মে তাদের স্পেশাল কোর্টে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনি ও রবিবার মিলিয়ে মোট ৮ জন কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছিল। প্রত্যেকেরই আজ জামিনের আবেদন করা হয়েছিল। জামিনের আবেদন খারিজ করেন বিচারক।

Abhishek Banerjee : অভিষেকের কনভয়ে হামলা, মন্ত্রীর গাড়ি ভাঙচুর! ধৃত ৪
রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হামলার ঘটনায় কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো সহ চারজনকে তোলা হয়েছিল ঝাড়গ্রাম আদালতে। তিন দিনের পুলিশ হেফাজতে থাকা পর আরও চারজন নেতাকেও এদিন তোলা হয়েছিল আদালতে। জামিনের আবেদন করলে বিচারক সবার জামিন খারিজ করে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। ২৯ শে মে পুনরায় তাদের স্পেশাল কোর্টে তোলার নির্দেশ দিয়েছেন।

Abhishek Banerjee Convoy Attack : ‘৪৮ ঘণ্টা সময় দিলাম, দোষীদের চিহ্নিত করুন’, কুড়মি নেতাদের ডেডলাইন অভিষেকের
আদালত চত্বরে ঢোকার সময় রাজেশ মাহাতো সংবাদ মাধ্যমকে বলেন “কিছু বলার নেই সব শান্তিপূর্ণ হোক।” কিন্তু আদালত থেকে বেরিয়ে আসার পর প্রিজন ভ্যানে ওঠার সময় তিনি বলেন “সাংবিধানিক বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন চলছে, এ লড়াই চলবে।” আসামী পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন, “গতকাল অনুপ মাহাত, মনমোহিত মাহাতো, অনিক মাহাত, অজিত মাহাতদের আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়েছিল, তাদের আবার এদিন আদালতে তোলা হয়। তাছাড়া নতুন করে রাজেশ মাহাত, শিবাজী মাহাত, রাকেশ মাহাত, অনুভব মাহাতদের আদালতে তোলা হয়েছিল।” ৮ জনেরই জামিনের আবেদন করা হয়েছিল। বিচারক তা খারিজ করে ২৯ তারিখ পুনরায় স্পেশাল কোর্টে হাজির করা নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

Jhargram Kurmi Protest : অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে বিপত্তি, কুড়মিদের ছোড়া ইটে ভাঙল মন্ত্রীর গাড়ির কাঁচ
অন্যদিকে, কুড়মি নেতাদের গ্রেফতারির প্রতিবাদে গোটা জঙ্গলমহল জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কুড়মি সমাজের প্রতিনিধিরা। যেখানে মুখ্যমন্ত্রী নিজ মুখে বলেছেন এই আক্রমণের ঘটনার সঙ্গে কুড়মি ভাইদের কোনও যোগাযোগ নেই, সেখানে কেন কুড়মি নেতাদের গ্রেফতার করা হল, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।

Kurmi Protest News : অভিষেক-বিক্ষোভে কুড়মিদের মুখে ‘জয় শ্রীরাম’ কেন?

আগামী দিনে গোটা জঙ্গলমহল এমনকি যেখানে কুড়মি সমাজের প্রতিনিধিদের বসবাস সব জায়গায় আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। গত শুক্রবার রাতে গড়শালবনি এলাকায় হামলার মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পেরিয়ে বেশ কয়েকটি গাড়িতে ইট,পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভেঙে যায়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুড়মি নেতাদের ৪৮ ঘণ্টার জন্য জবাব দেওয়ার সময় দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *