Mangrove Forest : নির্বিচারে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বাড়ি! ক্ষোভ প্রকাশ স্থানীয়দের – houses are being built by cutting mangroves in kultali


Dakshin 24 Pargana : প্রশাসনের নাকের ডগায় হয়ে যাচ্ছে আস্ত নদী ‘চুরি’! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক কংক্রিটের নির্মাণ হয়েই চলেছে নদীতে। কুলতলি বিধানসভার পিয়ালি নদী ও পেটকুলচাঁদ নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে বাড়ি। প্রশাসনের তরফ থেকে নজরদারি এড়িয়ে একের পর এক নির্মাণ হয়ে চলেছে। প্রশাসনের তরফ থেকে নিষেধ করার পরেও নদী চুরি বন্ধ করা যাচ্ছে না কুলতলিতে। কুলতলির মেরিগঞ্জ ২ নম্বর গ্রামের পিয়ালি নদীর পাড়ে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ হচ্ছে। এছাড়াও গুড়গুড়িয়া ভুবনেশ্বরী, গ্রামের পেটকুল বাজার এলাকায় পেটকুল চাঁদ নদী পাড়ে ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে বাড়ি।

Sundarban News : সুন্দরবনের মাতলা নদীর চরে চলছে ম্যানগ্রোভ চুরি! ক্ষোভ স্থানীয়দের
আর একথা ক্যামেরার সামনে অকপট স্বীকারোক্তি করেছেন সোনালী নার্সিংহোমের কর্ণধার ইমরান খান। তিনি বলেন, “এলাকায় অনেকেই কোনও নদীর পাড় অবৈধভাবে দখল করে বাড়ি তৈরি করেছেন। তাঁদের দেখেই আমিও বাড়ি তৈরি করছিলাম। আমার প্রয়োজন ছিল। কিন্তু প্রশাসন আমাকে নির্মাণ কাজে বন্ধ করতে বলেছে”।

Mangrove Forest : দেবো না এ অরণ্য! ম্যানগ্রোভ বাঁচিয়ে অন্য যুদ্ধে পাচার-কন্যা
আরও এক ধাপ এগিয়ে BJP-র কুলতলির জেনারেল সেক্রেটারি তারাপদ পাল বলেন, “যেখানে ম্যানগ্রোভ ছিল না সেখানে বাড়ি করেছি। আর যেখানে ম্যানগ্রোভ রয়েছে সেখানেও আগামী দিনে বাড়ি হবে”। তবে এই জায়গাটি আগে তিনি পাট্টা পেয়েছেন বলে দাবি করেন।

Mangrove Forest : ম্যানগ্রোভ নষ্ট করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ,কুলতলিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা
এলাকার মানুষের অভিযোগ, বেআইনিভাবে নদীবক্ষ থেকে মাটি কেটে, ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বাড়ি। প্রশাসন নিষেধ করলেও তাতে কান দিচ্ছে কে! স্থানীয় এক বাসিন্দা জানান, “বেশ অনেকদিন ধরেই এই কার্যকলাপ চলছে। প্রশাসনকে আমরা জানিয়েছি, তখন বলা হয়েছে তাঁরা নাকি নির্মাণ করতে বারন করেছেন।

Zoological Survey Of India : সুন্দরবনের শিকারি কৃমির খোঁজ জেডএসআই-এর গবেষকের
কিন্তু শুধু এভাবে মুখে বলে দিলে হবে না। কড়া ব্যবস্থা না নিলে কে কথা শুনবে”! এই বিষয়ে কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মণ্ডল বলেন, “পরিবেশ ধ্বংস করে কোথাও বাড়ি বা অন্য কোনও কাজ করতে দেওয়া হবে না। বন দফতর ও পুলিশ প্রশাসনকে কড়া ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলের নেতা বা কর্মী বা সাধারন মানুষ ম্যানগ্রোভ অথবা নদী নষ্ট করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

কুলতলির CPIM এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল অভিযোগ করেন, “তৃণমূল সব পারে, প্রশাসনের নাকের ডগায় কিভাবে নদী চুরি হচ্ছে! আসলে তৃণমূল জড়িয়ে রয়েছে বলেই প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *