Manoj Tiwary : ফের বিপাকে মনোজ, বেআইনি কাজের প্রাইস লিস্ট! মন্ত্রীর নামে পোস্টার হাওড়া পুরসভায় – a poster in the name of sports minister manoj tiwary was placed outside the gate of howrah municipal corporation


TMC : বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। এবার গতকাল মঙ্গলবার রাতে হাওড়া পুরসভার গেটের বাইরে তাঁর নামে দুটি পোস্টার বা ব্যানার দেখা গেল। যাতে লেখা রয়েছে শিবপুর কেন্দ্রের বিধায়কের ‘বেআইনি কাজের প্রাইস লিস্ট’। আর ব্যানারের তলায় লেখা হাওড়া জেলা, গণতান্ত্রিক নাগরিক বৃন্দ। যেখানে এক এক করে সাতটি মূল্যের তালিকা দেওয়া হয়েছে ।

Manoj Tiwari : ‘ঝুঁকেগা নেহি শালা…’, ক্রীড়া প্রতিমন্ত্রীর মুখে BJP-র বিরুদ্ধে ফিল্মি ডায়ালগ, বিতর্ক
যাতে লেখা রয়েছে বাড়ি থেকে উচ্ছেদ করলে দশ লাখ টাকা, জমি দখল করলে ৩০ লাখ টাকা, বেআইনি বাড়ি করলে প্রতি তলাতে ১০ লাখ, এমনকি ৫০ লাখ টাকা দিলে প্রেমিকাকে বাড়ির থেকেও তুলে আনা হবে বলে লেখা রয়েছে ব্যানারে। কে বা কারা এই ব্যানার লাগিয়েছে তা দেখেননি বলেই দাবি কর্পোরেশনে থাকা রাতের কর্মীরা।

পরে অবশ্য পুলিশ খবর পেয়ে ব্যানার দুটি খুলে নিয়ে যায়। সব মিলিয়ে এই ব্যানার আবারও এক নতুন বিতর্কে জন্ম দিল হাওড়ায়। এক কর্মীকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি অ্যাম্বুল্যান্সে ডিউটি করি। জানব কীভাবে? রাতে কে কী করছে জানি না”।

Howrah News: মনোজ তিওয়ারির সাফল্য কামনায় যজ্ঞের আয়োজন শিবপুরে
তোলাবাজির অভিযোগে আগেই বিদ্ধ হয়েছিলেন হাওড়া শিবপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। যা নিয়ে গত রবিবার পথে নেমেছিল BJP। এর আগে তোলাবাজির অভিযোগে মনোজ ঘনিষ্ঠদের বিরুদ্ধে সরব হয়েছিলেন এক ব্যবসায়ী। বিষয়টি সামনে আসতেই জল ধীরে ধীরে ঘোলা হতে শুরু করে।

‘তোমার নেতৃত্বে নতুন শৃঙ্গ স্পর্শ করব’, অভিষেককে শুভেচ্ছা মনোজের
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে শিবপুরের ব্যবসায়ী মানস রায় ও তাঁর স্ত্রী মৌমিতা রায়কে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ঘনিষ্ঠরা হুমকি দেন বলে অভিযোগ ওঠে। মানসবাবুর দাবি তাঁদের নিজস্ব কারখানা ছেড়ে দিতে বলে মনোজের দলবল। সেই জলগড়ায় বহুদূর। জেলারই আরেক মন্ত্রী অরূপ রায় অভিযোগকারী পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, দল কোনওরকম অপরাধমূলক কাজ বরদাস্ত করবে না।

কেউ জড়িত থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। এরপরই গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে চাঞ্চল্যকর মন্তব্য করেন মনোজ তিওয়ারি। বলেন, ‘আমার মনে হচ্ছে কয়েক জনের পছন্দ হচ্ছে না। সে কারণে আমাকে কর্নার করার চেষ্টা হচ্ছে’।

এই ঘটনা যে হাওড়া জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে আরও সামনে নিয়ে এসেছে একথা স্বীকার করছেন দলের অনেকেই। এবার জেলা তথা শীর্ষ নেতৃত্ব কিভাবে এই কোন্দলকে সামাল দেন, সেটাই দেখার অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *