Sutapa Choudhury Case : স্বপ্ন ছিল IPS হওয়ার! কুপিয়ে খুন করেছিল প্রেমিকাকে, জেলে কেমন আছে সেই সুশান্ত? – how is sushanta chowdhury the main accuse of sutapa chowdhury murder case


West Bengal News দিল্লিতে নাবালিকাকে হত্যার ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গোটা দেশে। নৃশংসভাবে ১৬ বছরের নাবালিকাকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে তাঁর প্রেমিক সাহিল, প্রাথমিকভাবে এমনটাই অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে এই ঘটনা উসকে দিচ্ছে বহরমপুরে সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের সেই ভয়াবহ স্মৃতি। একইরকমভাবে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছিল সুতপাকে। হাড়হিম করা সেই ঘটনায় উঠে এসেছিল তাঁর প্রাক্তন বন্ধু সুশান্তর নাম।

Delhi Murder Case : প্রেমিকাকে বারবার ছুরিকাঘাত, পাথর দিয়ে থেঁতলে খুন! ক্যামেরাবন্দি দিল্লির হাড়হিম হত্যাকাণ্ড
গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত চৌধুরী দাবি করেছিল, সেই খুন করেছে সুতপাকে। তার বক্তব্য ছিল, “ওর মা-বাবা আমাকে মানসিকভাবে নির্যাতন করছিল। আমিই খুন করেছি। আদালত যা শাস্তি দেবে তা মেনে নেব।”

এই ঘটনায় রীতিমতো শিউরে উঠেছিল গোটা বাংলা। আপাতত সুশান্ত রয়েছে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। সুশান্তর পরিবার দাবি করেছিল, পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল সে। এমনকী, IPS অফিসার হওয়ার স্বপ্নও দেখত। বাবাও পুলিশকর্মী। কিন্তু, এই ঘটনার সঙ্গে ছেলে জড়িত থাকতে পারে তা মেনে নিতে পারেননি তাঁরা।

WB HS Result 2023 : উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার, অকৃতকার্য হয়ে ব্রেক আপের ভয়েই আত্মঘাতী তরুণী?
জেলে যাওয়ার পর প্রথম প্রথম অনেককে সুতপার বিষয়ে কথা বলত সে, সূত্রের খবর ছিল এমনটাই।
এখন কেমন আছে সেই সুশান্ত?
জানা গিয়েছে, কাস্টডি ট্রায়াল শুরু হতেই ফের নিজেকে গুটিয়ে নিয়েছে সুশান্ত। সংশোধনাগার সূত্রে খবর, এখন সেভাবে কারও সঙ্গে কথা বলে না সে। নিজের চিন্তাতেই ডুবে থাকে সে।

Delhi Murder Case : দিল্লিতে প্রেমিকাকে পাথর দিয়ে থেঁতলে খুন! ঘটনার আগের মুহুর্তের ভিডিয়ো প্রকাশ্যে
এদিকে দিল্লির ঘটনা সংবাদ মাধ্যমে আসতেই সুতপাকাণ্ডের প্রত্যক্ষ্যদর্শীদের চোখের সামনে ফুটে উঠেছে গোরাবাজার মেসের সামনের নৃশংস হত্যাকাণ্ড। মেসের ঠিক বিপরীত দিকে অফিস বান্টি ইসলামের।

বান্টি ইসলাম বলেন, “আজও সেইদিনের ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। তারপর থেকে বারবার মনে হয়েছে সেদিন যদি একটু সাহস দেখাতে পারতাম।” উল্লেখ্য, প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল, খুনের সময় অভিযুক্তর হাতে একটি পিস্তল ছিল। তাই ভয়ে তাঁরা এগিয়ে যেতে পারেননি।

Delhi Murder Case : হরিদ্বার থেকে কেনা ছুরি, খুনের পর পার্কে ঘোরাঘুরি! সাক্ষী খুনে স্বীকার প্রেমিক সাহিলের
যদিও পুলিশ পরে জানতে পারে, তা আদতে খেলনা পিস্তল ছিল। সুতপাকাণ্ডের অপর এক প্রত্যক্ষদর্শী জয় স্যান্যাল বলেন, “সেদিনের ঘটনা মনে পড়লে আজও শিউরে উঠি। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তা বিচার্য নয়। দিল্লির ঘটনার পর মনে হচ্ছে যদি সুশান্তর দৃষ্টান্তমূলক শাস্তি হত সেক্ষেত্রে এই ঘটনার পুনরাবৃত্তি হত না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *