Howrah News : প্রতিবন্ধকতাকে থোড়াই কেয়ার! অলিম্পিকে যোগ দিতে জার্মানি উড়ে যাচ্ছে হাওড়ার প্রিয়াঙ্কা – physically handicapped priyanka das from howrah going to germany to participate olympic games in hand ball category


শারীরিক প্রতিবন্ধকতা তাঁর কাছে কোনও বাধাই নয়। উপযুক্ত অনুশীলন আর জেদ তাঁকে শ্রবণ ও কথা বলার অক্ষমতাকে ছাপিয়ে উন্নতমানের খেলোয়াড় তৈরি করে তুলেছে। হ্যান্ড বল খেলায় ছোট বয়সেই সে পারদর্শী। আগামী মাসেই আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমসে যোগদান করতে জার্মানি উড়ে যাচ্ছে উলুবেড়িয়ার প্রিয়াঙ্কা।

Uluberia Municipality : যানজট রুখতে মুশকিল আসান, উলুবেড়িয়ায় ঝাঁ চকচকে বাইপাস বানাচ্ছে পুরসভা
উলুবেড়িয়ার হাটগাছার বাসিন্দা প্রিয়াঙ্কা দাস জন্ম থেকেই মূক ও বধির। বিশেষ চাহিদা সম্পন্ন এই মেয়ের ভবিষৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিল বাবা গোপাল দাস এবং মা বিউটি দাস। উলুবেড়িয়া রানিহাটি রুটে অটো চালিয়ে সামান্য রোজগারে সংসার চালিয়ে মেয়ের চিকিৎসা খরচ সামলানোটাই দায় হয়ে উঠেছিল তাঁদের।
এমনকি শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কা কী ভাবে ভবিষৎ জীবন কাটাবে সেটাও ভাবিয়ে তুলেছিল বাবা-মাকে। মেয়ের ভবিষতের কথা চিন্তা করে প্রিয়াঙ্কাকে নিয়ে তাঁরা সোজা হাজির হয়ে গিয়েছিলেন উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারে।

Uccha Madhyamik Result 2023 : মা আশা কর্মী, উচ্চমাধ্যমিকে ৪৫০ পেয়ে স্কুলের সেরা হয়ে দেখাল পিতৃহীনা লিসা
দীর্ঘ ১৩ বছর এখান থেকেই পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় ক্রমশ পারদর্শী হয়ে ওঠে প্রিয়াঙ্কা। আর সেই খেলার হাত ধরেই এবার বিদেশের মাটিতে পাড়ি দিচ্ছে প্রিয়াঙ্কা। আশা ভবন সূত্রে খবর, জুন মাসে স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমসে ভারতীয় দলের হয়ে হ্যান্ডবল খেলতে জার্মানির বার্লিনে যাচ্ছে প্রিয়াঙ্কা।
আগামী ১৭ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বার্লিনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতীয় দলের হ্যান্ডবল দলে ডাক পেয়েছে প্রিয়াঙ্কা। জুন মাসের প্রথম সপ্তাহে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে দিল্লির শিবিরে যোগ দেওয়ার জন্য দিন কয়েকের মধ্যেই দিল্লি উড়ে যাবে প্রিয়াঙ্কা। অন্যদিকে মেয়ের বার্লিনে খেলতে যাওয়ার খবরে খুশি প্রিয়াঙ্কার মা বিউটি দাস।

Howrah News : মহাবিদ্যা বিফলে! চুরি যাওয়া বাইক নিয়ে তেল ভরাতে এসেই পাকড়াও চোরবাবাজি
তিনি জানান, আমি হয়তো মেয়ের স্বপ্ন কোনওদিন পূরন করতে পারতাম না। কিন্তু আশা ভবন সেন্টারে মেয়েকে নিয়ে গিয়েছিলাম বলে আজকে প্রিয়াঙ্কা তাঁর স্বপ্ন পূরণ করতে পারছে। অন্যদিকে, আশা ভবন সেনন্টারের কর্নধার জন মেরী বারুই জানান, প্রিয়াঙ্কার এই সাফল্য আশা ভবন সেন্টারের অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের উৎসাহ যোগাবে।

WB HS Results 2023 : ক্যান্সারের থাবা পারেনি দমাতে, উচ্চমাধ্যমিকে বাজিমাৎ তিয়াসার

প্রিয়াঙ্কার এই সাফল্যে গোটা পরিবারের খুশির হাওয়া। প্রিয়াঙ্কার সাফল্য আগামী দিনে আরও পাঁচটা প্রতিবন্ধী ছেলে মেয়েদের অনেকটা উৎসাহ যোগাবে বলে মনে করছেন তাঁর পরিবারের লোকজন। জার্মানে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে তাঁর পদক জেতার অপেক্ষায় রয়েছে গোটা পরিবার। প্রিয়াঙ্কা আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করুক এটাই চাইছেন সবাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *