Coromandel Express Accident : মহিউদ্দিন আর নেই! খবর আসতেই শোকে আচ্ছন্ন কাকদ্বীপ – coromandel express accident kakdwip youth lost life


Coromandel Express Accident Time : পরিবারের একমাত্র রোজগার করা ব্যক্তি ছিলেন কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর এলাকার বাসিন্দা মহিউদ্দিন। গতকাল বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তাঁর। মূলত প্রত্যন্ত সুন্দরবন এলাকার কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা সহ বিভিন্ন এলাকার শ্রমিকেরা ভিন রাজ্যে যান কাজের উদ্দেশ্যে। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত থেকে সাত আট জনের একটি দল ভিন রাজ্যে যাচ্ছিলেন সেই কাজের উদ্দেশ্যেই। হঠাৎই বালেশ্বরের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় পরিবারের একমাত্র উপার্জনকারী মহিউদ্দিন শেখের।

Balasore Train Accident : করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে বাঁকুড়ার ২ ব্যক্তি, উৎকণ্ঠায় পরিবার
পরিবার সূত্রে জানা যায়, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন বারে বারে ফোন করতে থাকেন মহিউদ্দিনসহ আরও তাঁর সহকর্মীদের। পরবর্তী সময়ে পরিবারের এক সদস্যের ফোনে ফোন আসে মহিউদ্দিন আর নেই। ট্রেন দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাঁর। পাশাপাশি এই ঘটনায় ওই দলের আরও বেশ কিছু জন গুরুতরভাবে আহত হয়েছেন।

Coromandel Express Derailment : কাজের জন্য চেন্নাই পাড়ি, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গেল মালদার যুবকের
ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এই বিষয়ে তাঁর পরিবারের এক সদস্য আব্দুল সামাদ শেখ বলেন, “আমাদের পরিবারে একমাত্র মহিউদ্দিনই ভালো টাকা রোজগার করত। চেন্নাইতে সে রাজমিস্ত্রির কাজ করত। সেই কাজেই সে গতকাল ট্রেনে সেখানে যাচ্ছিল।

Balasore Train Accident : ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ দিনহাটার যুবক! বন্ধ ফোন, আতঙ্কে কাঁপছে পরিবার
বাড়িতে তাঁর স্ত্রী রয়েছে, তিনটি ছোট ছোট বাচ্চাও আছে। এবার কিভাবে যে কি করব আমরা ভেবে উঠতে পারছি না”। এদিকে, ওডিশার বালেশ্বরে গতকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই সুন্দরবন এলাকার নামখানা কাকদ্বীপের বেশ কিছু যুবক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Coromandel Express Accident : ‘আচমকাই ছিটকে পড়লাম তারপর সব অন্ধকার…’ ভয়াবহ অভিজ্ঞতা বাঁকুড়ার আশিষের
তার মধ্যে একজনের মৃত্যু খবরও পাওয়া যাচ্ছে। নামখানার দেবনগর সহ কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনু নগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বেশ কিছু জন আহত হয়েছেন এই ঘটনায়। তবে ইতিমধ্যেই আলিম হোসেন মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

Purba Bardhaman : ‘লাশের সারির উপর দিয়ে বেরোলাম…’, রুদ্ধগলায় ভয়াবহ অভিজ্ঞতা ভাগ বর্ধমানের ৪ যাত্রীর
কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের জামাল শেখ, আব্বাস উদ্দিন শেখ, ইব্রাহিম শেখ, সাজিদ শেখ, সানোয়ার হোসেন মোল্লা, শামসুদ্দিন শেখ, পাশাপাশি দক্ষিণ চৌষট্টি বাড়ি এলাকার বাসিন্দা আব্দুল মাজীদ শেখ, মিরাজ শেখ, গিয়াস উদ্দিন শেখ, আসমুল শেখ।

Coromandel Express Accident News: ‘হঠাৎ তীব্র ঝাঁকুনি তারপর…!’ ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন ক্যানিং-এর দম্পতি
অন্যদিকে রামতরু নগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছেন আশরাফ সরকার, মুজাহিদ রহমান, নজিব উদ্দিন পুরকাইত, সহ একাধিক ব্যক্তি। পাশাপাশি হালিম মোল্লা নামে ওই ব্যক্তির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *