Balasore Train Accident : বীভৎস দৃশ্য! দুর্ঘটনা থেকে ফিরে অভিশপ্ত কাহিনি ডায়মন্ডহারবারের যুবকদের মুখে – balasore train accident diamond harbour youth got back their lives and told their experience


Odisha Train Accident : ওডিশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার পর আহত অবস্থায় নিজেরাই ডায়মন্ড হারবার ফিরে এলেন কয়েকজন যুবক। গতকাল শালিমার স্টেশন থেকে তাঁরা করমণ্ডল এক্সপ্রেসে চেপেছিলেন। তাঁদের গন্তব্যস্থল ছিল বিজয়ওয়াডা। এরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে জানা গিয়েছে। এই বিষয়ে ফিরে আসা এক ব্যক্তি সুধীর অধিকারী জানান, “আমরা কয়েকজন গতকাল শালিমার স্টেশন থেকে ওই ট্রেনে চেপেছিলাম। বালেশ্বর স্টেশন পার করার কিছুক্ষণ পরেই বিশাল ঝাঁকুনি দিয়ে ওঠে ট্রেন। আমরা ছিলাম পিছনের কামরাতে।

Coromandel Express : ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস
তাই বড় কোনও আঘাত বা ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছি। পা, পিঠ ও মাথায় কিছু চোট লেগেছে”। এরপর তিনি আরও বলেন, “তারপরেই কোনওরকমে কামরা থেকে বেরিয়ে দেখতে পাই কি বীভৎস ভাবে দুর্ঘটনা ঘটেছে। চারদিকে শুধুই কান্নার আওয়াজ। স্থানীয় মানুষ ও উদ্ধারকারী দল দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলি থেকে নিহত ও আহতদের বের করতে ব্যস্ত ছিলেন।

Coromandel Express Accident Live Update : বালেশ্বরের উদ্দেশে রওনা দিলেন মোদী
তাই আমরা কারও সাহায্য পাইনি, আর সত্যি বলতে কারও সাহায্য নিইনি। পরে আমরা নিজেরাই গাড়ি ভাড়া করে চলে এসেছি এখানে। এখনও পর্যন্ত বাড়িতে যাইনি। সোজা হাসপাতালে এসে চিকিৎসা করাচ্ছি”। তাঁর কথা অনুযায়ী এই রাজ্যের আরও অনেক মানুষ এখনও আটকে রয়েছেন ওই দুর্ঘটনাস্থলে।

Balasore Train Accident : ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ দিনহাটার যুবক! বন্ধ ফোন, আতঙ্কে কাঁপছে পরিবার
জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে ডায়মন্ড হারবার মহকুমার মোট ১৭ জন রয়েছেন। যার মধ্যে মৃত ১, নিখোঁজ ৪ ও ১২ জন আহত। প্রশাসন সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এক নম্বর ব্লকের ২ জন বাসিন্দার মধ্যে আসিক গাজীর মৃত্যু হয়েছে ও একজন আহত হয়েছেন।

Coromandel Express Accident: কী ভাবে এক লাইনে দু’টি ট্রেন? করমণ্ডল-দুর্ঘটনার নেপথ্যে সিগন্যাল ত্রুটি?
অন্যদিকে, কুলপির মোট ১১ জনের মধ্যে এখনও নিখোঁজ ৪ জন। রায়দিঘি বিধানসভার আহত ৪ জন ইতিমধ্যেই রায়দিঘিতে ফিরেছেন। তবে এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার মহকুমা এলাকার কতজন ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েছেন তা নিয়ে খোঁজ খবর চালাচ্ছেন ডায়মন্ড হারবার মহকুমার পুলিশ প্রশাসন।

Coromandal Express Accident: উদ্ধার হচ্ছে একের পর এক দলা পাকানো নিষ্প্রাণ দেহ! মৃতের সংখ্যা ছাড়াল ৭০, আহত ৬০০
নিখোঁজ রয়েছেন কুলপি থানা এলাকার রাম কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের চার যুবক। তাঁদের নাম অভিজিৎ হালদার, কুমার হালদার, অনিমেষ মণ্ডল ও শুভাশিস ব্যানার্জি। দুর্ঘটনার খবর পেয়ে বেশ কিছু পরিবারের লোকজন ওডিশার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন প্রত্যেকটি পরিবারের লোকজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *