Vande Bharat Express: জাতীয় পতাকার অবমাননা! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের – tmc complain against bjp john barla that he disrespect national flag at new jaipaiguri guwahati vande bharat express inauguration programme


বন্দে ভারত স্পেশাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা’র বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মতো গুরুতর অভিযোগ আনল তৃণমূল। এদিন জন বার্লা’র বিরুদ্ধে নিউ আলিপুরদুয়ার জিআরপি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল। জানা গিয়েছে, গত ২৯ সে মে আনুষ্ঠানিক ভাবে নিউ জলপাইগুড়ি গৌহাটি বন্দে ভারত স্পেশাল ট্রেনের উদ্বোধন করে রেল দফর। সেই অনুষ্ঠানেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছে জোড়াফুল শিবির।

জানা গিয়েছে, বন্দে ভারত স্পেশাল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার অন্যান্য বিধায়ক ও রেল আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। সেই দিন ছিল জেলায় তীব্র দাবদাহ। গরমে অতিষ্ঠ ছিলেন সকলেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানে বসে থাকার সময় নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে অজান্তেই তীব্র গরম থেকে বাঁচতে হাতে থাকা জাতীয় পতাকা নিয়ে নিজের মুখের সামনে পাখার মতো নাড়ছিলেন জন বার্লা। আর ঠিক সেই সময়ে ক্যামেরা বন্দি হওয়া ভিডিয়ো ফুটেজ নিয়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে ধরল তৃণমূল।

Abhishek Banerjee : ‘আমাকে-স্ত্রীকে গ্রেফতার করলেও মাথা নোয়াব না’, চ্যালেঞ্জ অভিষেকের

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, এদিন বিকেল নাগাদ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার দলীয় কর্মীদের নিয়ে জেলা সভাপতির হয়ে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

Sukanta Majumdar : ‘আমরা প্রস্তুত, তবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে…’, দাবি সুকান্তর

এই বিষয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, ”একজন সাংসদ যিনি নিজে কেন্দ্রীয় প্রতি মন্ত্রীও বটে। সেই ক্ষেত্রে একজন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী যদি জাতীয় পতাকার অবমাননা করেন, সেটা বড় অপরাধ। তাই আমরা অবিলম্বে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা’র পরিত্যাগের দাবি করছি। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা’র সংসদ পদ খারিজের দাবি করছি।”

Vande Bharat Express Howrah To NJP: যত কাণ্ড বন্দে ভারতে! এসির পর ‘পচা খাবার’ নিয়ে ক্ষোভ, অস্বীকার রেলের

এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, ”পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট বাজতেই রাজ্যের শাসক দল নাটক শুরু করেছে। মানুষের সামনে বিজেপির কিছু ইস্যু খুঁজে না পেয়ে তৃণমূল এই অভিযোগ করছে। জাতীয় পতাকা অথবা দেশ প্রেম ভারতীয় জনতা পার্টির কর্মীদের তৃণমূলের কাছ থেকে শিখতে হবে না।” এবিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *