ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ মুর্শিদাবাদের সালার। ঘটনায় আহত মোট ১১ জন। সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষ বাধে। আহতদের সালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সালু পঞ্চায়েতের প্রধান মুস্তাক আলি সহ দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের চিকিৎসা চলছে সালারে। ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের সালারের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান ওরফে সুমন ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য আনিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে খবর, এদিন ভরতপুর ২ বিডিও আশিস মণ্ডল এদিন সর্বদলীয় বৈঠক ডাকে। এই বৈঠকের মাঝেই তৃণমূলের প্রধান শাখা এবং তৃণমূল যুব শাখার মধ্যে বিবাদ তৈরি হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় বলে অভিযোগ। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ” তৃণমূল প্রধান শাখার কিছু কর্মী বাইক মিছিল করে যুব সংগঠনের উপর হামলা করে। যুব সংগঠনের কিছু কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা দলীয় স্তরে এই ধরনের সংঘর্ষ থেকে যাতে বিরত থাকা যায়, তার চেষ্টা করব।
যদিও স্থানীয় যুব নেতৃত্ব দাবি করেছে, তৃণমূলের ছদ্মবেশে অন্যান্য দলের কর্মীরাও এই ঘটনা ঘটাতে পারে। এর পিছনে কোনও চক্রান্ত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হবে বলেও দলের তরফে জানানো হয়েছে। আহত তৃণমূল কর্মীদের সবরকম চিকিৎসার সুবিধা করা হচ্ছে দলের তরফে বলে জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে একদফা পঞ্চায়েত নির্বাচন হবে বলে জানানো হয়। ১১ জুলাই ভোট গণনা হওয়ার কথা রয়েছে। তবে একদফা নির্বাচন নিয়ে সন্তুষ্ট নয় বিরোধী দলগুলো। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথা জানিয়েছে কংগ্রেস ও বিজেপি। এমনকি গোটা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার জন্য আদালতের দ্বারস্থ হবে বিজেপি বলেও জানানো হয়েছে।