Rainfall Update : সকাল থেকেই দু’এক পশলা, বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায় – kolkata and adjoining areas witnessing light to to moderate rainfall


রবিবারও দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হয়েছে কলকাতাবাসী। কিন্তু, সোমবার সকাল থেকেই শহরের হাওয়া বদল। দু’এক পশলা বৃষ্টি দিয়েই শুরু হল প্রথম কর্মব্যস্ত দিন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এদিন সকাল থেকেই কলকাতায় আকাশের মুখ ভার। একাধিক অংশে বৃষ্টিও শুরু হয়েছে। বইছে ঝোড়ো হাওয়া। ফলে সকাল থেকেই তাপমাত্রায় পরিবর্তন লক্ষ করা গিয়েছে।
Rain In Kolkata : কলকাতায় ক্ষণিকের স্বস্তি, কতক্ষণ চলবে বৃষ্টিপাত? জবাব হাওয়া অফিসেরকলকাতার আবহাওয়া গত কয়েকদিনের মধ্য একমাত্র শুক্রবার সন্ধ্যাতেই তুমুল ঝড়-বৃষ্টির সাক্ষী থেকে কলকাতা। কিন্তু, তা সত্ত্বেও তাপমাত্রায় কোনওরকম ফারাক দেখা যায়নি। তবে এবার বর্ষার আগমণ বার্তার সঙ্গেই কলকাতাতেও তাপমাত্রা নিম্নমুখী।

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তা সহনীয় হবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Rainfall Forecast : ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, ছুটির দিনে বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা!
রাজ্যে বর্ষা কবে? রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। সোমবার থেকেই রাজ্যে প্রবেশ করবে মৌসুমী বায়ু। ফলে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে আর বেশি দেরি নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অবশ্য রবিবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার থেকে এই পাঁচ জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পঙে। এই বৃষ্টিপাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

Monsoon in West Bengal : অবশেষে দুয়ারে বর্ষা, উইকএন্ডেই রাজ্যে প্রবল বৃষ্টি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা নিম্নচাপরূপে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা। তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা।

Kolkata Rainfall Update : সোমবার রাজ্যে প্রবেশ বর্ষার, উইকএন্ডেই বৃষ্টিতে ভাসবে কলকাতা?
এদিকে, আরব সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় বিপর্যয় ইতিমধ্যেই প্রবল শক্তিশালী আকার ধারণ করেছে। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ১৫ জুন এটি পাকিস্তানের করাচি এবং গুজরাটের মধ্যেবর্তী মান্ডবি উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি হবে গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশে। ইতিমধ্যেই মুম্বই শহরে ঝড় শুরু হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *