WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দল বদলের হিড়িক, বীরভূমে কংগ্রেসের দখলে তৃণমূল কার্যালয় – trinamool workers joined the congress and captured the party office in birbhum


Birbhum News : কিছুদিন আগে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপকভাবে দলবদল। বেশ কিছু জেলা থেকে রোজই আসছে দলবদলের খবর। আর এবার বীরভূম জেলা একেবারে তাক লাগিয়ে দিল এই ব্যাপারে। বীরভূমের ময়ূরেশ্বরে দল বদলের হিড়িক দেখা গেল। শাসক দলের নেতা কর্মীরা যাচ্ছেন বিরোধী দলে। আবার বিরোধী দলের নেতা কর্মীরা আসছেন শাসক দলে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে এই মনোনয়ন পর্বে বিরোধীরা এগিয়ে থাকলেও এখনও পিছিয়ে রয়েছে তৃণমূল।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দলবদল! হাওড়ায় ১ হাজার বিরোধী সমর্থকের যোগদান তৃণমূলে
আজ সোমবার থেকেই শাসকদলের তরফে মনোনয়ন দাখিল করা হবে বলে তৃণমূল সুত্রে খবর। কিন্তু তার আগেই কার্যত টালমাটাল বীরভূমের বিধানসভার রাজনৈতিক পরিস্থিতি। রবিবার দুপুরে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের বেগুনিয়ায় তৃণমূলের প্রাক্তন প্রধান শিউলি দে সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা যোগদান করলেন BJP-তে।

Panchayat Election 2023 : দল বদলের হিড়িক! BJP-তে যোগদান তৃণমূল যুব সভাপতি সহ ৫০ পরিবারের
অন্যদিকে রবিবার বিকেলে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকেরই ঝিকড্ডা অঞ্চলের কোট বিক্ষুব্ধ বুথ সভাপতি সানোয়ার শেখ সহ তৃণমূল কর্মীরা যোগদান করলেন কংগ্রেসে। আর তারপরেই দখল নিলেন তৃণমূলের পার্টি অফিসের। কার্যত কংগ্রেসে যোগদান করার পরেই তৃণমূলের দলীয় কার্যালয়ের নাম মুছে কংগ্রেসের নাম লিখে দেওয়া হয়। মুছে দেওয়া হয় তৃণমূলের প্রতীক আর এর পরেই মিষ্টি মুখ করানো হয় স্থানীয় বাসিন্দাদের। পরে কংগ্রেসের তরফে বিক্ষুব্ধ তৃণমূলের বুথ সভাপতি সানোয়ার শেখের নাম পঞ্চায়েত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় কংগ্রেসের তরফে।

WB Panchayat Election : অনুব্রতহীন বীরভূমে ফিরছে ২০১৮-এর স্মৃতি! মনোনয়নে BJP কর্মীদের মারধরের অভিযোগ
সানোয়ার শেখ এই বিষয়ে বলেন, “তৃণমূল দলটা স্বজনপোষণ ও দুর্নীতিতে ভরে গিয়েছে। এই দলে থেকে ভালোভাবে কাজ করা যায় না। নেতাদের কথা শুনে উঠতে হয়, বসতে হয়। আর চলছে শুধুই টাকার খেলা। আর মানুষও বুঝে গিয়েছেন ব্যাপারটা। তাই এবার আর তৃণমূল এই এলাকায় কোনও আসন পাবে না”।

Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট না পেয়ে ক্ষুব্ধ যুব সংগঠন
রবিবার রাতেই আবার ময়ূরেশ্বর বিধানসভার কুন্ডলা অঞ্চলের নিমপুর বুথের BJP-র বুথ সভাপতি ও এলাকার বলিষ্ঠ নেতা প্রশান্ত মণ্ডল শতাধিক BJP কর্মীদের নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি আশীষ মণ্ডলের হাত ধরে যোগদান করেন তৃণমূলে। আর তারপরেই প্রশান্ত মণ্ডলকে নিমপুর বুথের বুথ সভাপতি হিসেবে দায়িত্বভার দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফে। আর এই দলবদলকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *