Panchayat Election 2023 : ড্রোন উড়িয়ে মনোনয়ন কেন্দ্রের উপর নজরদারির অভিযোগ, BJP-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের – police seized drone flying allegedly by local bjp workers at mathurapur 24 parganas south


মনোনয়ন প্রক্রিয়া কেমন চলছে? তা দেখতে ড্রোন ওড়ানো হল ব্লক অফিসের উপর। তবে প্রশাসনের তরফে নয়। বিজেপির তরফে এই ড্রোন ওড়ানোর অভিযোগ। বিষয়টি লক্ষ্য করেই ড্রোন বাজেয়াপ্ত করল স্থানীয় পুলিশ প্রশাসন। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ ব্লকে দেখা গেল এমনই দৃশ্য। ড্রোন উড়িয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সেই ড্রোন বাজেয়াপ্ত করল পুলিশ। কোনও রাজনৈতিক দলের তরফে এরকমভাবে ড্রোন উড়িয়ে মনোনয়ন কেন্দ্রে নজরদারির বিষয়টি বৈধ নয়, সে কারণেই ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে।

Abhishek Banerjee : মঙ্গলের বিকেলেই ভাঙড়ে অভিষেকের নব জোয়ার, কর্মীদের তৎপরতা তুঙ্গে
বিষয়টি নিয়ে বিজেপির জেলা সভাপতি প্রদ্যুত বৈদ্য জানান, প্রশাসন বিজেপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা করতে সমস্যা করছে। সেজন্য বিজেপির পক্ষ থেকে এলাকায় ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি করছিল। অবশ্য উড়তে থাকা ড্রোনটি পুলিশ নামিয়ে তা বাজেয়াপ্ত করেছে।

Panchayat Election 2023 : ISF-কে মনোনয়নপত্র দেওয়ায় সরকারি কর্মীকে কিল-চড়! কাঠগড়ায় তৃণমূল
বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি প্রদ্যুত বৈদ্য বলেন, ” মথুরাপুর ব্লকে বিজেপি যত মনোনয়ন জমা দেয়, তাতে বাধা দেওয়া হয়। পুলিশ একেবারে অপারগ হয়ে গিয়েছে। পুলিশ দলদাসে পরিণত হয়েছে।” তবে ড্রোন কেন পুলিশ বাজেয়াপ্ত করল, ড্রোন ওড়াতে দিল না তা আমরা জিজ্ঞাসাবাদ করব। প্রয়োজন হলে আমরা ওখানে আন্দোলনে বসব।

Panchayat Election : শান্তিপূর্ণ ভোটই লক্ষ্য, বারাসত জেলাশাসক দফতরে সর্বদলীয় বৈঠকের আয়োজন
নিয়মমাফিক সোমবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার জেলার মথুরাপুর ১ ব্লকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়। লাইন বজায় রেখে চলে মনোনয়ন প্রক্রিয়ার কাজ। এর মাঝেই মনোনয়ন কেন্দ্রের আশেপাশে আকাশের হঠাৎ একটি ড্রোন উড়তে দেখা যায়। প্রথমে উপস্থিত লোকজন অনুমান করেন, প্রশাসনের তরফেই হয়তো এই ড্রোন ওড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
পুলিশের নজরে আসতে বিষয়টি নিয়ে তদারকি শুরু হয়। দেখা যায়, বিজেপির তরফে এই ড্রোন ওড়ানোর হয়েছে। এরপরেই ড্রোনটিকে নামিয়ে আমার জন্য ব্যবস্থা করা হয়। ড্রোনটিকে বাজেয়াপ্ত করা হয় পুলিশের তরফে। নিরাপত্তার খাতিরেই ড্রোনটি বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Bhangar News: ‘ভাঙড়ে ১০ লাখে তৃণমূলের টিকিট’! আইএসএফ-এ যোগ শয়ে-শয়ে!

প্রসঙ্গত, রবিবার বিরতির পর সোমবার থেকে ফের মনোনয়ন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। সোমবার সকাল থেকেই একাধিক জায়গায় অশান্তির খবরও উঠে এসেছে। পূর্ব বর্ধমান জেলার বড়শুলায় এদিন সিপিএম এবং তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধ লাগে। দুই পক্ষের ঝামেলার কারণে আহত হন একাধিক পুলিশ কর্মী। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *