WB Panchayat Election Violence: এবার নাকাশিপাড়া, অনুগামী সহযোগে বন্দুক উঁচিয়ে ‘দাদাগিরি’ তৃণমূল পঞ্চায়েত প্রধানের


পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই অশান্তির আশঙ্কাই সত্যি হল। মনোনয়ন জমা পর্ব শুরু শাসক বিরোধী সংঘর্ষ, হুমকির দাপট, বোমাবাজি জেলায় জেলায়। নদিয়ার নাকাশিপাড়ায় বিরোধীদের মনোনয়ন পেশ রুখতে ব্যাপক বোমাবাজি, এমনকী গুলি চলার অভিযোগ শাসকদলের কর্মী ও নেতাদের বিরুদ্ধে।

খোদ পঞ্চায়েত প্রধান ও দলবলের বিরুদ্ধে হাতে বন্দুক নিয়ে দাপটের অভিযোগ। জোট পার্টি ও তার পরিবারের সদস্যদের মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ শাসকদলের কর্মী ও পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে একাধিক রাউন্ড গুলি এবং বোমা ফাটিয়ে সেখান থেকে চলে যায় তারা। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়া থানার হরনগর পঞ্চায়েত এলাকার।

WB Panchayat Election : কেষ্টর অনুপস্থিতিই কি পঞ্চায়েত ভোটে ফ্যাক্টর? মনোনয়ন জমার প্রথম দিনেই ছক্কা হাঁকাল বিজেপি

জানা গিয়েছে, এর আগেও হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং উপপ্রধানের দলবল কোন বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি। এবার তার পুনরাবৃত্তি করতেই গভীর রাতে বোমা ও বন্দুক হাতে নিয়ে বিভিন্ন জোট প্রার্থীদের ওপর হামলা চালায়। বাঁশ দিয়ে মেরে কয়েকজনের হাত-পা ভেঙে দেয় বলে অভিযোগ। অনেকে যখন বাইরে বেরিয়ে আসছিল তখন শূন্যে গুলি চালানো এবং বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা যায় হরণ নগর পঞ্চায়েতের বারবেগে এবং চন্ডিপুর গ্রামে তারা এই তাণ্ডব চালায়।

এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা রায়হান শেখ অভিযোগে জানান, ”আমার কাকার ছেলে এ বছর জোট প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেবে বলে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রবিবার রাতে তারা বন্দুকের গুলি চালাতে চালাতে এলাকায় ঢুকে পড়ে। আমাকে সামনে দেখে তারা হুমকি দিয়ে বলে, আমি যেন ভাইকে বলে দিই কোন রকম মনোনয়নপত্র জমা না দিতে।

WB Panchayat Election : অনুব্রতহীন বীরভূমে ফিরছে ২০১৮-এর স্মৃতি! মনোনয়নে BJP কর্মীদের মারধরের অভিযোগ

এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা রায়হান শেখ বলেন, আমার কাকার ছেলে এ বছর জোট প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেবে বলে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে গতকাল রাতে তারা বন্দুকের গুলি চালাতে চালাতে এলাকায় ঢুকে। এবং আমাকে দেখে তারা বলে আমি যেন ভাইকে বলে দিই কোন রকম মনোনয়নপত্র জমা না দিতে।

Panchayat Election 2023 : প্রার্থী নিয়ে অসন্তোষ! জলপাইগুড়িতে ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের

অন্যদিকে, সিপিআইএম নাকাশিপাড়া উত্তর এরিয়া কমিটির সম্পাদক রজ্জাক আহমেদ বলেন, ”২০১৮ সালের পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি নিজেদের শক্তি বলে ভোট করিয়েছে ঠিক সেই রকম হরনগর পঞ্চায়েতেও প্রার্থী দিতে দেয়নি। তারা এই নির্বাচনটাকে মূলত ব্যবসায়ে পরিণত করেছে আর সেই ব্যবসাটাকে কায়েম রাখার জন্যই রবিবার রাতে তৃণমূলের হার্মাদ বাহিনী বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালিয়েছে। একজন আমাদের কর্মীর হাত ভেঙে দিয়েছে এবং মহিলাদেরও ছাড় দেয়নি তারা।”

Panchayat Election : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, হুগলিতে আয়োজিত সর্বদলীয় বৈঠক

নাকাশিপাড়া ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ”বিশেষ করে যেসব এলাকায় সংখ্যালঘ মানুষের বসবাস বেশি, সেখানে তাদের সেই সব ক্রিমিনাল দিয়ে ভোট লুট করার চেষ্টা চালাবে তৃণমূল। কিন্তু জোট পারতে হোক আর যাই হোক তৃণমূল এভাবে আর ঠেকাতে পারবে না। মানুষ জোট বাধ্য হয়েছে তৃণমূলকে তাড়িয়ে ছাড়বে।”

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে

তবে নাকাশিপাড়া ব্লক তৃণমূল সভাপতি কনিষ্ক চাকরির থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ” দলের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের যেভাবে নির্বাচন করার কথা বলেছে আমরা সেই ভাবেই চলছি। দল এই সমস্ত বিষয় অনুমোদন করে না। তবে রবিবার রাতে আমার কী হয়েছে সে বিষয়ে জানা নেই। যেহেতু পঞ্চায়েত নির্বাচন সেই কারণে বিরোধীরা অপপ্রচার করবে এটাই স্বাভাবিক।”

Dilip Ghosh: ‘১৪৪ ধারা শুধু আমাদের জন্য, কেউ মানবে না….’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *