WB Panchayat Election Nomination: মনোনয়ন জমায় উলটপূরাণ! ফুল-জলে বিরোধীদের স্বাগত শাসকদলের – tmc welcomes opposition at the time of panchayat election nomination submission at asansol salanpur


পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা করতে এসে বিরোধীরা কোনও বাধার মুখে পড়লেনই না বরং তাদের গোলাপ ফুল, পানীয় জল দিয়ে স্বাগত জানানো হল। বিরোধীদের স্বাগত জানালেন এলাকার তৃণমূল নেতারা। অবিশ্বাস্য হলেও এমনই সত্যি। সালানপুরে এমন চিত্রই দেখা গেল। পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। আসানসোলের বারাবনি জামুরিয়াতে অশান্তি হাতাহাতি হয়েছে বামেদের সঙ্গে তৃণমূলের। কিন্তু সালানপুর ব্লকে একেবারেই উলটো চিত্র।

Locket Chatterjee : ‘উনিই তো জনজোয়ারে জন লুট শেখাচ্ছেন…’, অভিষেকের শান্তি বার্তাকে কটাক্ষ লকেটের

বারাবনি বিধানসভার একটি ব্লকে যেখানে বামেদের সঙ্গে তৃণমূলের হাতাহাতির অভিযোগ সামনে এসেছে আর সেখানেই অন্য আরেকটি ব্লকে দেখা যাচ্ছে গোলাপ ফুল দিয়ে জলের বোতল দিয়ে স্বাগত জানানো হচ্ছে বিরোধীদের আর সেটা করছে শাসক দলের কর্মীরাই। তৃণমূল নেতা ভোলা সিংয়ের নেতৃত্বে এই অভিনব ঘটনা ঘটতে দেখা গেল। সোমবার তৃণমূল নেতা ভোলা সিং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও অন্যান্য তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে মহিলা তৃণমূল কর্মীরা সালানপুর ব্লক অফিসের সামনে ফুল এবং জলের বোতল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। বিরোধী দলের যারাই এসেছেন মনোনয়ন জমা করতে বা মনোনয়ন ফর্ম তুলতে তাদেরকেই গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। মনোনয়ন প্রক্রিয়া শেষ করে বেরোনোর মুখে তাদেরকে চা খাওয়ানো হয়।

Panchayat Election 2023 : বীরভূমে উলটপুরাণ! CPIM-এর মনোনয়নে ‘তদারকি’ তৃণমূলের কাজল শেখের

ভোলা সিং জানান, ”অনেক জায়গায় শুনছি নাকি বাধা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের এখানে কোন কাউকে বাধা দেওয়া হয় না। কারণ আমাদের এখানে উন্নয়ন হয়েছে এবং আমরা সেই উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইব। মানুষ ঠিক করবে ভোট কাকে দেবে। অন্যদিকে, তৃণমূল নেতাদের এই উদ্যোগ দেখে খুশি বিরোধীরা। সিপিএম নেতা গণেশ পন্ডিত জানান আমরা তো এটাই চাই। উৎসবের মত করে ভোট হোক। এবং মানুষ আনন্দ দিতে ভোট দিতে আসুক। তৃণমূলের নেতাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

Adhir Chowdhury: ‘গ্রামজুড়ে সন্ত্রাস, খুনিদের সাহস জোগাচ্ছে পুলিশ’ খড়গ্রামে অধীর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *