Bhangar South 24 Parganas: অভিষেকের নবজোয়ারের দিনই রণক্ষেত্র ভাঙড়, মনোনয়ন ঘিরে বোমাবাজি-গুলি বিডিও অফিসের কাছে – massive bombing at bhangar south 24 parganas at the time of isf filing panchayat nomination


আবারও অগ্নিগর্ভ ভাঙড়। মুহুর্মুহূ বোমাবাজিতে কান পাতা দায়। আইএসএফ-এর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তাণ্ডব দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। বিডিও অফিসের কাছে একশোর বেশি বোমা ফেলার অভিযোগ। এমনকী আইএসএফ-এর মনোনয়ন রুখতে গুলি চালানোরও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করেও ইট, বোমা, কাচের বোতল ছোড়ে বলে অভিযোগ। তার আঘাতে আহত হয় কাশীপুর থানার পুলিশ।

Arabul Islam : ‘মারপিট করতে না করেছি…’, ISF নিয়ে ‘ভোলবদল’! শান্তির বার্তা আরাবুলের

জানা গিয়েছে, ভাঙড় বিডিও টুতে আইএসএফের তরফ থেকে মনোনয়ন জমা দিতে এলে তাদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে বোমাবাজিতে আহত হয়েছেন আইএসএফ কর্মী। এমনকী মারধর করারও অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। উলটে ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা পুরো ঘটনার জন্য আইএসএফ-কেই দায়ী করেছেন। এদিন ভাঙড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা রয়েছে। সেই কর্মসূচি ব্যাহত করতেই ভাঙড়ে অশান্তি পাকাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে অভিযোগ করেছেন শওকত মোল্লা।

CPIM Tmc Clash : CPIM-কে মনোনয়নে বাধা! বাইক বাহিনীর তাণ্ডবে ধুন্ধুমার, রণক্ষেত্র রানিনগর

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *