West Bengal Panchayat Election : জলপাইগুড়িতে টিকিট না পাওয়ায় গোঁসা! ‘মানভঞ্জনে’ আসরে তৃণমূল নেতারা – dissatisfaction over getting the district president ticket even though the trinamool assistant president did not get the ticket in jalpaiguri


Trinamool Congress : পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাওয়া না পাওয়ার মান অভিমান এবার পৌঁছে গেল জলপাইগুড়ি জেলাতেও। জেলা পরিষদের টিকিট পেলেন না তৃণমূলের সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি জেলা পরিষদে আসনে টিকিট পেয়ে গেলেন। অন্যদিকে জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী নুরজাহান বেগম টিকিট পেলেন। জলপাইগুড়ি জেলা পরিষদের ২৪ টি আসনের মধ্যে পুরোনো ৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। ১৭ জনকে জেলা পরিষদের নতুন মুখ হিসেবে টিকিট দিল তৃণমূল কংগ্রেস।

Panchayat Election 2023 Jhargram: অবশেষে ঝাড়গ্রামে জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ, মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীদের
বিদায়ী সভাধিপতি উত্তরা বর্মনকেও জেলা পরিষদের আসনে টিকিট দেওয়া হয়েছে। তবে হেভিওয়েট নেতা জলপাইগুড়ি জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ টিকিট পাননি। দুলাল দেবনাথ টিকিট না পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ঘনিষ্ঠমহলে ক্ষোভও জানিয়েছেন তিনি।

Panchayat Election 2023 : পঞ্চায়েতে না লড়ার সিদ্ধান্ত কোচবিহার তৃণমূল সভানেত্রীর, বাড়ছে জল্পনা
জলপাইগুড়ি জেলা পরিষদের আসনে সর্বকনিষ্ঠ বছর ২২-এর প্রনয়িতা দাসকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার ও বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরীকে পঞ্চায়েত সমিতি থেকে সরিয়ে জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে।

Panchayat Election 2023 : প্রার্থী অপছন্দ হওয়ায় নেতৃত্বকে কার্যালয়ে বন্দী TMC কর্মীদের, উত্তেজনা উলুবেড়িয়ায়
জলপাইগুড়ি জেলা পরিষদের ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৯ টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়ে জেলা পরিষদ প্রথমবার একক ভাবে দখল করে। জলপাইগুড়ি জেলায় বানারহাট ও ক্রান্তি নতুন ব্লক গঠন হবার পর জলপাইগুড়ির জেলা পরিষদের ১৯ টি আসন বেড়ে হয় ২৪ টি আসন।

West Bengal Panchayat Election 2023 : কেষ্টপর্ব অতীত? বীরভূম জেলা পরিষদে ৫০ শতাংশ প্রার্থী বদল তৃণমূলের
গত নির্বাচনে ১৯ জনের মধ্যে জয়ী ৭ জনকে টিকিট দেওয়া হলেও ১২ জনকে টিকিট দেওয়া হয়নি। যদিও ১২ জনের মধ্যে দু’জন প্রয়াত হয়েছেন। ২৪ টি আসনের মধ্যে ১৭জন নতুন প্রার্থী এবং ৭ জন পুরোনো জয়ী প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। যদিও চাঞ্চল্য ছড়িয়েছে দুলাল দেবনাথ টিকিট না পাওয়ায়।

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি লাখ টাকায়! তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় কর্মীরা
প্রকাশ্যে এই নিয়ে তিনি কিছু বলেননি। তবে যারপরনাই ক্ষুব্ধ তিনি, তা জেলার নেতারা বুঝে গিয়েছেন। এই বিষয়ে জলপাইগুড়ির এক শীর্ষ তৃণমূল নেতা বলেন, “কলকাতা থেকে তালিকা চূড়ান্ত হয়ে এসেছে। সেখান থেকেই সব নাম পাঠানো হয়েছে।

WB Panchayat Election : ঘোষণা ছাড়াই শুরু মনোনয়ন, আনুষ্ঠানিক ভাবে তালিকা জানাল না তৃণমূল
এখানে জেলা স্তরে কোনওরকম হস্তক্ষেপ করা হয়নি। এটা সবাইকেই মানতে হবে। যদি এই বিষয়ে ওনার কোনও ক্ষোভ থেকে থাকে, তাহলে তা দলীয় ও ব্যক্তিগত স্তরে আলাপ আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *