Dakshin Dinajpur News : যক্ষ্মা রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বিতর্কে দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্যকেন্দ্র – government health centre allegedly given expire medicine to tuberculosis patient at south dinajpur


যক্ষ্মা রোগীকে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। তাও আবার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে! অভিযোগ এমনটাই। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নামাবঙ্গীতে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থতা আরও বেড়ে যায় রোগীর। জানা গিয়েছে, আতঙ্কিত যক্ষ্মা রোগী অমিত ঘোষের শারিরীক অসুস্থতা বেড়ে যাওয়ায় বালুরঘাট জেলা হাসপাতালের শরনাপন্ন হয়েছেন তাঁর পরিবার। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কী করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেয় তা নিয়ে শুরু হয়েছে বির্তক। বিষয়টি জানার পর ‘দুর্ভাগ্যজনক’ বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তিনি।

Santali Medium School : পঠনপাঠনে উৎসাহী পড়ুয়ারা! দক্ষিণ দিনাজপুরে বাড়ানো হচ্ছে সাঁওতালি ভাষার স্কুল
স্থানীয় সূত্রে খবর, বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকার বাসিন্দা অমিত ঘোষ। প্রায় মাস দুয়েক আগে শরীরে যক্ষ্মা রোগ ধরা পড়ে। আর্থিক সক্ষমতা না থাকায় হতদরিদ্র ওই পরিবার অমিতের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের শরণাপন্ন হন। শহরের কুন্ডু কলোনি এলাকার সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই যক্ষ্মা রোগের ওষুধ নিয়ে আসে।

Prevent Child Marriage : বাল্যবিবাহ রুখতে অভিনব উদ্যোগ, নিজস্ব পোর্টাল চালু জেলা প্রশাসনের
অসুস্থ অমিত ও তার পরিবারের লোকেরা শিক্ষাগত যোগ্যতা ওই হতদরিদ্র পরিবারে কারোরই তেমন নেই। ফলে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যাপারটি নজরে আসেনি কারোর। যার কারণে ৪২ টি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে ফেলে অসুস্থ অমিত।
গত বৃহস্পতিবার এই বিষয়টি প্রথম নজরে আসে অসুস্থ অমিতের বাড়িতে ঘুরতে আসা তার নিকট আত্মীয় ভাস্কর ঘোষের। যা দেখে চোখ কপালে ওঠে গোটা পরিবারের। প্রায় দু’মাস আগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ওই অসুস্থ রোগীকে।

Dakshin Dinajpur : করণ বিলে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, পুড়ল মাটি কাটার মেশিন
বিষয়টি নিয়ে শুক্রবার অমিত ও তাঁর পরিবারের লোকেরা শহরের ওই স্বাস্থ্যকেন্দ্র যেতেই মারাত্মক সেই ভুলের কথা স্বীকার করেন। তবে স্বাস্থ্যকেন্দ্রের এক আধিকারিক প্রচ্ছন্ন হুমকি দেয় বলেও অভিযোগ। যা নিয়েই কিছুটা ভীতও হয়ে পড়েন হতদরিদ্র ওই পরিবার। এদিকে এমন ঘটনার জেরে ওইদিন রাত থেকেই ক্রমশ অসুস্থ হয়ে পড়েন যক্ষ্মা রোগী অমিত ঘোষ।

South Dinajpur News : রোজগারের পথ দেখাচ্ছে ধোকড়া শিল্প

যদিও এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস বলেন, “বিষয়টি দুর্ভাগ্যজনক। তবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে পরে তা কাজ করবে না। খুব বড় কিছু হওয়ার সম্ভাবনা কম। তবু এমন ঘটনা ঘটনার কথা নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *