Murshidabad News : আমবাগানে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ৪ শিশু, চাঞ্চল্য মুর্শিদাবাদে – four kids injured for bomb blast in a mango garden at farakka police station area murshidabad


বোমা বিস্ফোরণে ঘটনা অব্যাহত মুর্শিদাবাদ জেলায়। বোমা ফেটে এবার আহত চার শিশু। গুরুতর জখম অবস্থায় শিশুদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনা মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানা এলাকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আমবাগানে খেলার সময় হঠাৎ বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল চার শিশু। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কা থানার সমাসপুর ভিডিও মোড় সংলগ্ন আমবাগানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই জখম শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

CPIM Tmc Clash : CPIM-কে মনোনয়নে বাধা! বাইক বাহিনীর তাণ্ডবে ধুন্ধুমার, রণক্ষেত্র রানিনগর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকার মধ্যে আমবাগানে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে। সোমবার বেলায় ওই আমবাগানে কয়েকজন শিশু খেলাধূলা করছিল। সন্দেহজনক কিছু দেখে বল ভেবে নিতে যায় শিশুগুলি। তখন আমবাগানে লুকিয়ে রাখা ওই বোমা বিস্ফোরিত হয়। আহত হয় চার শিশু।

Panchayat Election : ডোমকলে মনোনয়নে বাধা! চরম বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কারা আমবাগানে বোমাগুলো মজুত রেখেছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। জেলায় বোমা উদ্ধারের ঘটনা নিত্য নৈমিত্তিক। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। এরপরেও বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
প্রসঙ্গত, এদিন মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া অঞ্চল থেকেও বোমা উদ্ধার হয়। পঞ্চায়েত ভোটের আগে ৪০টি তাজা বোমা উদ্ধার করে সাগরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সাহেবনগর এলাকার একটি কার্লবগাটের নীচ থেকে বোমা ভর্তি দুটি বালতি উদ্ধার করে পুলিশ।

Odisha Train Accident : বাড়ি ফিরল প্রেমিক ঘোষের নিথর দেহ, কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম
বোমা উদ্ধারের পরে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে দুটি বালতি থেকে চল্লিশটি তাজা বোমা উদ্ধার করে। নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেগুলি নিস্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়। পঞ্চায়েত ভোটের আগে কে বা কারা বোমাগুলি মজুত রেখেছিল খতিয়ে দেখছে পুলিশ। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Panchayat Election : ‘কেন্দ্রীয়বাহিনী নিয়ে স্ববিরােধিতায় ভুগছে তৃণমূল’

একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই একাধিক জায়গায় রক্তপাত হয়েছে। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও বিষয়টি এখন সুপ্রিম কোর্ট বিচারাধীন। তারপরেও একাধিক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনায় পঞ্চায়েত নির্বাচন আদৌ কতোটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *