Raju Bista: ‘মানুষের জীবন এত সস্তা নয়! যেখানে জানানোর জানিয়ে দিয়েছি’, প্রাণনাশের হুমকি নিয়ে শাসককে দুষলেন ভিস্তা – raju bista bjp mp get death threats amid panchayat election


প্রাণনাশের হুমকি দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তকে। পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনায় ব্যাপক শোরগোল রাজ্য রাজনীতিতে। রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের শুরু করা ‘পিস রুম’-এও রাজু বিস্তাকে যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, সেই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে। এরপর আরও একবার তৃণমূলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি ও খুনের ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এসব হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেন তিনি। অবিলম্বে রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেরও দাবি করলেন সাংসদ রাজু বিস্ত।

Raj Bhavan News : বিজেপিরই ভরসা নেই রাজভবনের নয়া ‘পিস রুম’-এ

সোমবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সাংসদ রাজু বিস্ত। সেখানেই তিনি বলেন, ”পুলিশ ও প্রশাসন যে কাজ করার তা করছে না। তৃণমূলের গুণ্ডারা লোকজনকে হুমকি দিচ্ছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের উপর হামলা করা হচ্ছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের জন্য ঠিক নয়। রাজ্যপাল ও ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত। কে কোন পার্টির শহীদ হচ্ছে তা বড় কথা নয়। সব থেকে বড় একজন মানুষ মারা যাচ্ছেন। মানুষের জীবন এতো সস্তা হতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে এইসব হয়ে আসছে। পুলিশের মদতে তৃণমূলের গুণ্ডা-দুষ্কৃতীরা খোলা ঘুরে বেড়াচ্ছেন।”

Governor CV Ananda Bose : ‘যেভাবে ঠিক মনে হবে, কর্তব্য পালন করব…’, সরকারকে বার্তা রাজ্যপালের

Panchayat Election: জিতবোই’! গুলিতে মৃত মৃত্যুঞ্জয়ের বৌদি এবার প্রার্থী

পাশাপাশি, প্রাণনাশের হুমকি নিয়ে সাংসদ বলেন, ” পাহাড়ে কিছু লোক মদ্যপান করে নিজেকে বড় নেতা ভেবে হুমকি দিচ্ছে। কিন্তু আমি হুমকিতে ভয় পাই না। কিন্তু, আমার বিষয়টি প্রশাসনকে জানানো উচিত ছিল বলে মনে করি। সেইমতো যেখানে যা জানানোর জানিয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।” উল্লেখ্য, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কান অবধি পৌঁছেছে বিজেপি সাংসদকে হুমকি দেওয়ার ব্যাপারটি। এবার তিনি কী পদক্ষেপ নেন সেটাই দেখার। যদিও সাংসদের এমন কথাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল শিবির। জেলা তৃণমূল নেতাদের বক্তব্য, সাংসদ ভিত্তিহীন অভিযোগ করছেন। বিজেপি জানে যে পঞ্চায়েত নির্বাচনে হারবে সেকারণে অশান্তি সৃষ্টি করছে। অনেক জায়গায় তাঁরা মনোনয়ন দেওয়ার জন্য প্রার্থীই খুঁজে পায়নি বলে দাবি শাসক দলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *