সোমবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সাংসদ রাজু বিস্ত। সেখানেই তিনি বলেন, ”পুলিশ ও প্রশাসন যে কাজ করার তা করছে না। তৃণমূলের গুণ্ডারা লোকজনকে হুমকি দিচ্ছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের উপর হামলা করা হচ্ছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের জন্য ঠিক নয়। রাজ্যপাল ও ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত। কে কোন পার্টির শহীদ হচ্ছে তা বড় কথা নয়। সব থেকে বড় একজন মানুষ মারা যাচ্ছেন। মানুষের জীবন এতো সস্তা হতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে এইসব হয়ে আসছে। পুলিশের মদতে তৃণমূলের গুণ্ডা-দুষ্কৃতীরা খোলা ঘুরে বেড়াচ্ছেন।”
পাশাপাশি, প্রাণনাশের হুমকি নিয়ে সাংসদ বলেন, ” পাহাড়ে কিছু লোক মদ্যপান করে নিজেকে বড় নেতা ভেবে হুমকি দিচ্ছে। কিন্তু আমি হুমকিতে ভয় পাই না। কিন্তু, আমার বিষয়টি প্রশাসনকে জানানো উচিত ছিল বলে মনে করি। সেইমতো যেখানে যা জানানোর জানিয়েছি। বিষয়টি দেখা হচ্ছে।” উল্লেখ্য, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোসের কান অবধি পৌঁছেছে বিজেপি সাংসদকে হুমকি দেওয়ার ব্যাপারটি। এবার তিনি কী পদক্ষেপ নেন সেটাই দেখার। যদিও সাংসদের এমন কথাকে পাত্তা দিতে নারাজ তৃণমূল শিবির। জেলা তৃণমূল নেতাদের বক্তব্য, সাংসদ ভিত্তিহীন অভিযোগ করছেন। বিজেপি জানে যে পঞ্চায়েত নির্বাচনে হারবে সেকারণে অশান্তি সৃষ্টি করছে। অনেক জায়গায় তাঁরা মনোনয়ন দেওয়ার জন্য প্রার্থীই খুঁজে পায়নি বলে দাবি শাসক দলের।